সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারছেন না বাবা, পর্যবেক্ষণ আদালতের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রতিদিন রেস্তরাঁ থেকে আনা খাবার খাওয়ানো হয়। ঘরের রান্না করা খাবার পায় না সন্তানেরা। সেই কারণে দুই সন্তানকে আর বাবার সঙ্গে থাকতে দেওয়া যাবে না। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। দম্পতির দুই সন্তান। যাদের মধ্যে বর্তমানে এক জনের বয়স আট বছর এবং অন্য জনের তিন বছর। মামলা চলাকালীন দম্পতির আট বছর বয়সি কন্যার সঙ্গে আলাদা ভাবে কথাও বলেন বিচারপতিরা। তাতে বাবার সঙ্গে থাকাকালীন ওই কন্যা একাকিত্বে ভোগে বলে জানতে পারে আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কর্মজীবনের ব্যস্ততার জন্য বাবা সন্তানদের পর্যাপ্ত সময়ও দিতে পারেন না। এই অবস্থায় দুই সন্তানকে বাবার সঙ্গে থাকতে দেওয়া যায় না বলেই মনে করছে আদালত।
কেরলের ওই দম্পতির বিবাহ হয়েছিল ২০১৪ সালে। কিন্তু দাম্পত্য কলহের কারণে ২০১৭ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। এই অবস্থায় দম্পতির দুই সন্তান কার সঙ্গে থাকবেন, তা নিয়ে মামলা গড়ায় আদালতে। প্রথমে কেরলের তিরুবনন্তপুরমে এক পারিবারিক আদালতে মামলা হয়। সেখানে দুই সন্তানকে পুরোপুরি নিজের কাছে রাখার আবেদন জানান স্ত্রী। আদালত দুই সন্তানকে স্ত্রীর সঙ্গে রাখার জন্য অন্তর্বর্তী নির্দেশ দেয়। একই সঙ্গে স্বামীকে মাসে এক বার সন্তানদের সঙ্গে দেখা করা এবং প্রতি সপ্তাহ ভিডিয়ো কলে যোগাযোগ করার অনুমতি দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেরল হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী। সেখানে হাই কোর্ট জানায়, প্রতি মাসে ১৫ দিন করে স্বামী দুই সন্তানকে নিজের সঙ্গে রাখতে পারবেন। পরে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।
শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের পর্যবেক্ষণ, সন্তানদের নিজের কাছে রাখার জন্য অত্যাবশ্যকীয় দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন স্বামী। সন্তানেরা বাড়িতে তৈরি রান্না খেতে পাচ্ছে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বয়সি শিশুদের রোজ রোজ রেস্তরাঁর খাবার খাওয়ানো হলে তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। শুধু শিশুদেরই নয়, প্রাপ্তবয়স্কদেরও প্রতিদিন রেস্তরাঁর খাবার খাওয়া উচিত নয় বলে মনে করছে আদালত। ওই ব্যক্তি কর্ম যে শিশুদের দেখভালের জন্য বাড়িতে কোনও আয়া রাখেননি, তা-ও নজরে আসে আদালতের।
এই অবস্থায় সন্তানেরা মাসে ১৫ দিন করে বাবার সঙ্গে থাকতে পারবে বলে যে অন্তর্বর্তী নির্দেশ হাই কোর্ট দিয়েছিল, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পারিবারিক আদালতকে এই মামলায় আরও গতি আনার জন্যও বলেছে শীর্ষ আদালত। তবে দুই সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থাকতে বাবার আগ্রহের কথা বিবেচনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রতি এক সপ্তাহ অন্তর শনি-রবিবার করে ওই ব্যক্তি কন্যার সঙ্গে দেখা করতে পারবেন। ওই সময়ে সর্বোচ্চ চার ঘণ্টা পুত্রের সঙ্গে সময় কাটাতে পারবেন তিনি।