Voter Adhikar Yatra

রাহুলের গালে চুম্বন যুবকের, পাল্টা চড় সমর্থকদের! প্রশ্নের মুখে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’র নিরাপত্তা

ঘটনাটি এতটাই আকস্মিক ছিল, কিছুটা বিস্মিত হয়ে পড়েন রাহুল গান্ধী। ঘটনার পর পরই কর্মী-সমর্থক এবং রাহুলের নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন ওই যুবককে। তাঁর গালে চড় মেরে সরিয়ে দেওয়া হয় রাহুলের কাছ থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৫:৪৪
Share:

বাইক র‌্যালির মাঝে রাহুল গান্ধীর গালে চুম্বন যুবকের। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিহারের ‘ভোটার অধিকার যাত্রা’র মাঝেই রাহুল গান্ধীর বাইক থামিয়ে এক যুবক তাঁকে চুম্বন করেন! রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ওই যুবককে তৎক্ষণাৎ ধরে ফেলেন কংগ্রেস কর্মীরা। সপাটে চড় কষানোও হয়। গোটা ঘটনায় রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

রবিবার বিহারের পূর্ণিয়া জেলায় কংগ্রেস সাংসদ রাহুল এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের বাইক র‌্যালির মাঝে ঘটে চুম্বনকাণ্ড। ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে এই র‌্যালির আয়োজন। রবিবার সকালে আরারিয়ার রাস্তায় সার বেঁধে বাইক ছুটছিল। তবে কর্মী-সমর্থকদের ভিড়ে বাইকগুলির গতি ছিল খুব কম। রাহুল, তেজস্বীদের দেখার জন্য রাস্তার দু’পাশেও ভিড় উপচে পড়েছিল। আচমকা সেই ভিড়ের মধ্যে থেকে এক যুবক ছুটে এসে রাহুলের বাইক থামান। বাইকের গতি কমে গেলে ওই যুবক রাহুলের গালে চুম্বন করেন।

ঘটনাটি এতটাই আকস্মিক ছিল, কিছুটা বিস্মিত হয়ে পড়েন রাহুল। ঘটনার পর পরই কর্মী-সমর্থক এবং রাহুলের নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন ওই লাল জামা পরা যুবককে। তাঁর গালে চড় মেরে সরিয়ে দেওয়া হয় রাহুলের কাছ থেকে।চুম্বনকাণ্ডের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তবে কী ভাবে নিরাপত্তার বেড়াজাল ভেঙে রাহুলের কাছে ওই যুবক পৌঁছোলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

ভোট ‘চুরি’ এবং বিহারে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) নিয়ে বিতর্কের আবহে গত ১৭ অগস্ট থেকে নীতীশ কুমারের রাজ্যে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পদযাত্রা শুরুর আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিহারের মানুষের ভোট চুরি করতে দেবেন না! পদযাত্রায় শুধু কংগ্রেস নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতানেত্রীরা যোগ দিচ্ছেন। ১৬ দিন ব্যাপী এই পদযাত্রা ১ সেপ্টেম্বর শেষ হবে পটনায়। ১,৩০০ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে বিহারের মানুষের কাছে এসআইআর নিয়ে বার্তা দেওয়ার উদ্দেশেই এই কর্মসূচি। ভোট বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচি বিহারের নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রয়াসও বটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement