Madhya Pradesh Incident

ভাইপো-ভাইঝির সামনেই দাদা ও বৌদিকে কুপিয়ে খুন! পলাতক অভিযুক্তের খোঁজ শুরু

ঘটনার পরই এলাকা ছেড়ে পালান অভিযুক্ত। সঞ্জয় এবং তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২২:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল অনেক দিন ধরেই। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। রাগের মাথায় প্রথমে দাদাকে ছুরি দিয়ে কোপান। তার পরে বৌদিকে একই ভাবে কুপিয়ে খুন করেন এক যুবক। গোটা ঘটনাটাই ঘটে অভিযুক্তের ভাইপো-ভাইঝির সামনে।

Advertisement

মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা বাবলু চৌধরি পেশায় দিনমজুর। তাঁর ব্যবসায়ী দাদা সঞ্জয় পরিবার নিয়ে আলাদা থাকতেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে বাবলু তাঁর দাদার বাড়িতে যান। পৈতৃক সম্পত্তিতে নিজের ভাগ দাবি করেন। সেই নিয়ে বচসার সূত্রপাত। কথা কাটাকাটির মাঝে আচমকাই ছুরি দিয়ে সঞ্জয়কে কোপাতে থাকেন বাবলু। বাধা দিতে এলে বৌদিকেও একই ভাবে কুপিয়ে খুন করেন।

ঘটনার পরই এলাকা ছেড়ে পালান অভিযুক্ত। সঞ্জয় এবং তাঁর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাবলুর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। কথা বলা হচ্ছে আত্মীয়স্বজনদের সঙ্গেও। তদন্তকারী অফিসার প্রতীক্ষা মার্কো বলেন, ‘‘ঠান্ডা মাথায় দাদাকে খুন করেছেন অভিযুক্ত। দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement