Heart Attack

কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার পরেই লুটিয়ে পড়লেন বর, বন্ধ হয়ে গেল হৃদ্‌যন্ত্র!

কর্নাটকের বাগাকোটের জামখণ্ডি শহরের এক বাড়িতে বসেছিল বিয়ের আসর। সেখানেই প্রবীণ নামে ২৫ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয় বিয়ের মণ্ডপে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:০০
Share:

বিয়ের মণ্ডপেই মৃত্যু বরের। ছবি: সংগৃহীত।

চারপাশে উৎসবের মেজাজ। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আনন্দ করছে। বিয়ের অনুষ্ঠান বলে কথা। কিন্তু সেই আনন্দ যে কয়েক ঘণ্টায় বিষাদে পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার কয়েক মিনিটের মধ্যেই বুকেব্যথায় বিয়ের মণ্ডপেই লুটিয়ে পড়েন যুবক!

Advertisement

কর্নাটকের বাগাকোটের জামখণ্ডি শহরের এক বাড়িতে বসেছিল বিয়ের আসর। প্রবীণ নামে ২৫ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘বিয়ের অনুষ্ঠানে হঠাৎই শোকের ছায়া নেমে আসে। প্রবীণ কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার কয়েক মিনিটের মধ্যেই বুকেব্যথা অনুভব করেন। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।’’

প্রবীণকে এমন অবস্থা থেকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান আত্মীয়েরা। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর আসল কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকের প্রাথমিক অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রবীণের।

Advertisement

গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাইতে গাইতে এক তরুণীর মৃত্যু হয়। ২৩ বছর বয়সি ওই তরুণীর মৃত্যুও হৃদ‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement