Arvind Kejriwal

দিল্লিতে আরও বিপাকে কেজরীওয়াল, আম আদমি পার্টি ছাড়লেন ১৫ জন কাউন্সিলর

চলতি বছরের শুরুতেই দিল্লির বিধানসভা নির্বাচনে পর্যুদস্তু হয় আপ। কেজরীওয়াল থেকে মণীশ সিসৌদিয়ার মতো নেতাদেরও হার হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৭:৫৭
Share:

অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

দিল্লিতে বড় ধাক্কা আম আদমি পার্টির (আপ)। একসঙ্গে ১৫ জন কাউন্সিলর দল ছাড়লেন। দিল্লি বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর অরবিন্দ কেজরীওয়ালের জন্য খারাপ খবর। বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন দিল্লি পুরসভায় আপের দলনেতা মুকেশ গয়াল।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, মুকেশের নেতৃত্বেই আপ কাউন্সিলরেরা দল ছাড়েন। রাজধানীর গত পুরসভা নির্বাচনের আগেই ওই নেতারা কংগ্রেস থেকে আপে আসেন। টিকিট পেয়ে পুরসভা ভোটে লড়েন এবং জেতেনও। তবে মুকেশও অনেক দিন ধরেই আপে ছিলেন। ২০২১ সালে তিনি কংগ্রেস থেকে কেজরীওয়ালের দলে যোগ দেন। কেন তাঁরা একসঙ্গে দল ছাড়লেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁরা জানিয়েছেন, এ বার আর অন্য কোনও দলে যোগ দেবেন না, গড়বেন নতুন দল। সেই দলের নামও ঠিক হয়ে গিয়েছে। দলের নাম হবে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি।

চলতি বছরের শুরুতেই দিল্লির বিধানসভা নির্বাচনে পর্যুদস্তু হয় আপ। কেজরীওয়াল থেকে মণীশ সিসৌদিয়ার মতো নেতাদেরও হার হয়। তার পর থেকেই আপের মধ্যে দলীয় কোন্দল দেখা দেয়। দলের মধ্যের অসন্তোষ কমানোর জন্য মার্চ মাসেই সাংগঠনিক রদবদল করে। দিল্লিতে আপের নতুন সভাপতি করা হয় সৌরভ ভরদ্বাজকে। পঞ্জাবের দায়িত্ব দেওয়া হয় সিসৌদিয়াকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement