এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। ১৮ বছর বয়সি ওই তরুণীকে তাঁরই এক বন্ধু হোটেলে ডেকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
গত মাসের ওই ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা এবং অভিযুক্ত উভয়েরই বাড়ি হরিয়ানায়। হরিয়ানার একই এলাকায় থাকে দু’জনের পরিবার। দু’জনের মধ্যে বন্ধুত্বও দীর্ঘ দিনের। গত ৯ সেপ্টেম্বর উত্তর দিল্লির এক হোটেলে তরুণীকে ডেকে পাঠান অভিযুক্ত। পার্টি করার নাম করে ওই ডাক্তারি পড়ুয়াকে ডাকা হয়েছিল। দীর্ঘ দিনের বন্ধুত্বের কারণে বেশি কিছু না ভেবেই হোটেলে চলে যান তরুণী। অভিযোগ, ওই হোটেলে যাওয়ার পরে তরুণীকে জোর করে মদ্যপান করান তাঁর বন্ধু। তার পরে তাঁকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক সম্প্রতি দিল্লিতে থাকছিলেন। দিল্লির মুখার্জি নগর এলাকায় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে ওই ঘটনার পর থেকে এলাকায় অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ অনুসারে, তদন্তকারী দলের এক আধিকারিক জানান, হোটেলের ঘরে ধর্ষণের ঘটনার কথা কাউকে না-জানানোর জন্য তরুণীকে হুমকি দিয়ে রেখেছিলেন তাঁর বন্ধু। নির্যাতিতাকে তিনি জানিয়েছিলেন, ধর্ষণের ঘটনা ক্যামেরাবন্দি করা রেখেছেন। পুলিশে জানাজানি হলে তিনি সেই ভিডিয়ো ফাঁস করে দেবেন বলে হুমকি দিয়েছিলেন।
পুলিশকে নির্যাতিতা জানান, সেই ভয়েই শুরুর দিকে অভিযোগ জানাননি তিনি। পরে মনে সাহস জোগাড় করে গত বৃহস্পতিবার বাবা-মায়ের কাছে গোটা ঘটনাটি বলেন নির্যাতিতা। এর পরে সেই দিনই থানায় অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। তবে অভিযুক্তের সন্ধান মেলেনি। তাঁর খোঁজে বেশ কয়েকটি দল গঠন করে ভিন্ন ভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।