Spy Camera

লাইটারের মধ্যে লুকানো ক্যামেরায় মহিলার আপত্তিকর ভিডিয়ো করার অভিযোগ! ধৃত পাইলট

অভিযুক্ত মোহিত প্রিয়দর্শী অগরার সিভিল লাইন্স এলাকার বাসিন্দা। একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট তিনি। গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৩
Share:

‘স্পাই ক্যামেরা’য় মহিলার আপত্তিকর ভিডিয়ো রেকরড করার অভিযোগে গ্রেফতার পাইলট। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মহিলার আপত্তিকর ভিডিয়ো তোলার অভিযোগ উঠল এক পাইলটের বিরুদ্ধে। অভিযোগ, মহিলার অজান্তেই ‘স্পাই ক্যামেরা’য় তাঁর ভিডিয়ো করেন ওই পাইলট। বিষয়টি নজরে আসতেই সবর হন মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পাইলটকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

অভিযুক্ত মোহিত প্রিয়দর্শী অগরার সিভিল লাইন্স এলাকার বাসিন্দা। একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট তিনি। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, গত ৩০ অগস্ট রাত ১০টা ২০ মিনিট নাগাদ কিষাণগড় গ্রামের এক বাজারে তিনি লক্ষ্য করেন অভিযুক্ত গোপনে তাঁর ভিডিয়ো করছেন। ক্যামেরা লুকানো ছিল অভিযুক্তের লাইটারের মধ্যে। সন্দেহ হওয়ায় বিষয়টি থানায় জানান তিনি। মহিলার অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ।

অভিযোগকারিণী যে এলাকার কথা অভিযোগপত্রে জানিয়েছেন, সেই এলাকা এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তার পরেই সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করা হয়। গোয়েন্দা সূত্রে অভিযুক্তের খোঁজ পান তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে অভিযুক্ত অভিযোগ স্বীকার করেছেন। কেন তিনি এমন ভিডিয়ো করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি স্পাই ক্যামেরাযুক্ত লাইটার উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement