Woman Attacked In Madhya Pradesh

‘বিয়ে করবি না?’ প্রতিবেশিনীর নাক কেটে পালালেন মধ্যপ্রদেশের যুবক! পার্ক থেকে মাকে ফোন রক্তাক্ত মেয়ের

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম দীনেশ। আক্রান্ত তরুণী এবং তিনি একসময়ে প্রতিবেশী ছিলেন। মধ্যপ্রদেশের গান্ধীনগর এলাকায় থাকতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৮
Share:

বিয়ের প্রস্তাব ফেরানোয় তরুণীকে আক্রমণ যুবকের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলেজ থেকে বাড়ি যাতায়াতের রাস্তায় সুযোগ পেলেই ছাত্রীর পথ আগলে দাঁড়াতেন। বলতেন, ‘প্রেমে পড়েছি।’ প্রতিবেশী যুবকের প্রস্তাবে পাত্তা দেননি ২২ বছরের কলেজছাত্রী। এর পর সোজা বিয়ের প্রস্তাব। তা-ও ফিরিয়ে দেওয়ায় ছুরি দিয়ে তরুণীর নাক কেটে পালালেন প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গান্ধীনগর এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম দীনেশ। আক্রান্ত তরুণী এবং তিনি একসময়ে প্রতিবেশী ছিলেন। মধ্যপ্রদেশের গান্ধীনগর এলাকায় থাকতেন। এখন মধ্যপ্রদেশের সিহোর জেলায় থাকেন দীনেশ। সেখান থেকে মাঝেমাঝেই গান্ধীনগর আসতেন প্রাক্তন প্রতিবেশিনীর পিছু নিতে।

জানা গিয়েছে, বেশ কয়েক বার কলেজছাত্রীকে তিনি প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তরুণী মুখের উপর ‘না’ বলে দেন। গত বৃহস্পতিবার আবার ওই ছাত্রীর পথ আটকে দাঁড়ান দীনেশ। জানান, ভীষণ জরুরি কথা আছে। কয়েক মিনিটের জন্য তাঁর সঙ্গে যেতে হবে। এত দিনের চেনাজানা, নিশ্চয়ই কিছু দরকার থাকবে— এই ভেবে যুবকের বাইকের পিছনে আসনে বসেন কলেজছাত্রী। একটি পার্কে গিয়ে বাইক থামান দীনেশ।

Advertisement

অভিযোগ, পার্কে গিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দেন যুবক। এ বার রেগে যান ছাত্রীটি। তিনি সেখান থেকে চলে যেতে চান। ঠিক ওই সময়ে ব্যাগ থেকে ছুরি বার করেন যুবক। কিছু বুঝে ওঠার সময় পাননি ছাত্রীটি। তাঁর মুখ লক্ষ করে দু’বার ছুরি চালান দীনেশ। তার পর বাইকে উঠে পালিয়ে যান।

রক্তাক্ত অবস্থায় কাতরাতে কাতরাতে পার্কে পড়ে গিয়েছিলেন তরুণী। কোনও মতে নিজেকে সামলে মাকে ফোন করেন। খবর পেয়ে কয়েক জনকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করেন প্রৌঢ়া। পুরো ঘটনায় হতবাক হয়ে যান সকলে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ছাত্রীর। জানা গিয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাঁর। নাকে অস্ত্রোপচার করাতে হবে। অন্য দিকে, অভিযুক্তের খোঁজ মেলেনি এখনও। তাঁকে ধরতে কয়েক জন পুলিশকর্মীকে নিয়ে দল তৈরি করেছে গান্ধীনগর পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement