বন্দুক দেখিয়ে অপহরণ

হাইলাকান্দির অসম- মিজোরাম সীমানার বৈরাগীনালা গ্রাম থেকে বন্দুক দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করল জঙ্গিরা। পুলিশ জানায়, আজ ব্যবসায়ী আলিমউদ্দিন বৈরাগীনালা গ্রামের বাসিন্দা ধীরেন পালের বাড়িতে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৩৪
Share:

হাইলাকান্দির অসম- মিজোরাম সীমানার বৈরাগীনালা গ্রাম থেকে বন্দুক দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করল জঙ্গিরা। পুলিশ জানায়, আজ ব্যবসায়ী আলিমউদ্দিন বৈরাগীনালা গ্রামের বাসিন্দা ধীরেন পালের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই আচমকা ৪ জঙ্গি হানা দেয়। বাড়ির বাইরে দাঁড়িয়েছিল আরও ৭-৮ জন জঙ্গি। বন্দুক দেখিয়ে তারা আলিমউদ্দিনকে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। গ্রামবাসীরা তাদের রুখতে গেলে জঙ্গিরা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। কয়েক জনকে মারধরও করা হয়। ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকাবাসী জামিরা থানা ঘেরাও করে অপহৃতকে উদ্ধারের দাবি জানান। পুলিশ ও সিআরপি দ্রুত তল্লাশি শুরু করে। এক শিক্ষক-সহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় জানান, অপহরণকারীরা কোন জঙ্গিগোষ্ঠীর তা স্পষ্ট হয়নি। এলাকাবাসীর আশঙ্কা, অপহরণকারীরা ইউডিএলএ জঙ্গি।

Advertisement

দু’দিন আগে করিমগঞ্জ জেলা থেকে একই কায়দায় ৩ জনকে অপহরণ করেছিল জঙ্গিরা। তার সঙ্গেও ইউডিএলএ-র রাজেশ চর্কি গোষ্ঠী জড়িত বলে অনুমান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন