Delhi University Student Union election

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে তিনটি পদে এবিভিপি জয়ী, কংগ্রেসের ছাত্র সংগঠন একটিতে

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে জিতেছে। কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই জিতেছে সহ-সভাপতি আসনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোটগ্রহণ হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফল ঘোষণা হল । কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই সভাপতি (ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া)-কে হারিয়ে সভাপতি পদ পুনর্দখল করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)। সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদ দু’টিও গিয়েছে এবিভিপির ঝুলিতে। অন্য দিকে, সহ-সভাপতি পদে এবিভিপি প্রার্থীকে হারিয়েছেন এনএসইউআই প্রার্থী।

Advertisement

২০২৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদে জিতেছিল। এবিভিপির ঝুলিতে গিয়েছিল সহ-সভাপতি এবং‌ সম্পাদক পদে জিতেছিল এবিভিপি। দিল্লির বিধানসভা ভোটে জয়ের পরে এ বার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠা করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন। ২০২৪ সালের আগে টানা সাত বছর ছাত্র সংগঠনের চারটি গুরুত্বপূর্ণ পদই ধারাবাহিক ভাবে এবিভিপির দখলে ছিল।

সভাপতি পদে এবিভিপি প্রার্থী আরিয়ান মান তাঁর এনএসইউআই প্রতিদ্বন্দ্বী জসলিন নন্দিতা চৌধরিকে ১৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন। অন্য দিকে, সহ-সভাপতি পদে এনএসইউআই প্রার্থী রাহুল ঝানওয়াল প্রায় ন’হাজার ভোটে হারিয়েছেন এবিভিপি প্রার্থী গোবিন্দ তানওয়ারকে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন ‘আইসা’ পৃথক ভাবে লড়েছিল এ বারের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে। এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি বরুণ চৌধরি ভোটের ফল প্রকাশের পরে বলেন, ‘‘শুধু এবিভিপি নয়, আমাদের লড়তে হয়েছে বিজেপি, আরএসএস এবং দিল্লি পুলিশের যৌথ বাহিনীর বিরুদ্ধে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement