অঙ্গদ সিংহ। ছবি: সংগৃহীত।
ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অভিযুক্তকে ভারতের হাতে তুলে দিল আমেরিকা। অঙ্গদ সিংহ ছন্দক নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে আমেরিকাতেও অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাঁকে আমেরিকা থেকে বিতাড়িত করে ভারতীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন আমেরিকার কর্তৃপক্ষ।
৩৪ বছর বয়সি অঙ্গদ আমেরিকার ক্যালিফর্নিয়ায় থাকতেন। আর্থিক প্রতারণার মামলায় আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। বয়স্ক আমেরিকানদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অঙ্গদ একটি আন্তর্জাতিক প্রতারণাচক্রের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ উঠেছে। আমেরিকার বিচারবিভাগীয় দফতর জানিয়েছে, বহু আমেরিকান নাগরিকের সারা জীবনের সঞ্চয় হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে অঙ্গদের বিরুদ্ধে।
ভারতেও ব্যাঙ্ক প্রতারণা এবং অন্য অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে অঙ্গদের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে পলাতক ঘোষণা করেছিল। ভারতেও ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন অঙ্গদ। এ বার আমেরিকা থেকে ওই অভিযুক্ত বিতাড়িত হওয়ায় পুরনো অভিযোগগুলির প্রেক্ষিতে ফের তদন্ত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। অঙ্গদকে ভারতে নিয়ে আসতে পারাকে একটি ‘বড় সাফল্য’ হিসাবেই দেখছে তদন্তকারী সংস্থা।
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, ক্যালিফর্নিয়া থেকে দীর্ঘ দিন ধরে চলে আসা একটি আর্থিক প্রতারণাচক্রকে নিয়ন্ত্রণ করতেন অঙ্গদ। অপরাধের অর্থ আড়াল করার জন্য বেশ কিছু ভুয়ো সংস্থাও তৈরি করেছিলেন তিনি। সাধারণ আমেরিকানদের থেকে অনলাইনে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে তা ওই ভুয়ো সংস্থাগুলিতে লগ্নি করতেন। পরবর্তী সময়ে ভ্রমণ সংক্রান্ত একটি অনলাইন প্রতারণাচক্রও শুরু করেছিলেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতারণাচক্রের মাথাদের সঙ্গেও অঙ্গদের যোগাযোগ ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর।