Adani Group

Adani Group: জিও, এয়ারটেলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এ বার আদানি নামছেন টেলিকম ব্যবসায়: রিপোর্ট

মুকেশ অম্বানীর জিও, সুনীল ভারতী মিত্তলের এয়ারটেলকে পাল্লা দিতে এ বার দৌড়ে নামছেন গৌতম আদানি। ৫জি টেলিকম ব্যবসায় নামছে আদানি সংস্থা?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১২:৪০
Share:

গৌতম আদানি। ফাইল চিত্র।

এ বার টেলিকম ব্যবসাতেও নেমে পড়ছে আদানি সংস্থা। মুকেশ অম্বানীর জিও, সুনীল ভারতী মিত্তলের এয়ারটেলকে পাল্লা দিতে এ বার দৌড়ে নামছেন গৌতম আদানি। সূত্রের খবর, ৫জি টেলিকম ব্যবসায় নামতে কোমর বাঁধছে আদানি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৬ জুলাই ‘এয়ারওয়েভ’ নিলামে অংশ নিয়েছিল জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। ৫জি টেলিকম পরিষেবা দিতে আগ্রহী এই তিন টেলিকম সংস্থা ছাড়াও চতুর্থ একটি সংস্থা ছিল। সেটা আর কেউ নয়, গৌতম আদানির সংস্থা।

সূত্রের খবর, টেলিকম ব্যবসায় নামার জন্য ন্যাশনাল লং ডিসট্যান্স (এনএলডি) এবং ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স (এনএলডি) লাইসেন্সও পেয়ে গিয়েছে আদানির সংস্থা। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থা কোনও বিবৃতি দেয়নি।

Advertisement

প্রসঙ্গত, দেশের দুই ধনকুবের ব্যবসায়ী মুকেশ অম্বানী এবং গৌতম আদানি কোনও ব্যবসাতেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামেনি। দুই গুজরাতি ব্যবসায়ীর এক জন মূলত তেল-পেট্রোকেমিক্যাল, টেলিকম এবং খুচরো ব্যবসায় নিজেদের এক নম্বরে নিয়ে গিয়েছেন। অপর জন মূলত কয়লা, বিদ্যুৎ এবং উড়ান ব্যবসায় মনোনিবেশ করেছেন। তবে টেলিকম ব্যবসায় এ বার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে অম্বানী এবং আদানিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement