National News

দুই কসাইখানায় তালা ঝুলিয়ে দিয়ে প্রথম দিন থেকেই কট্টর পথে যোগী

প্রথম দিনেই কট্টরবাদী পথে যোগী আদিত্যনাথ। রবিবার তিনি শপথ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে। আর রাত পোহাতেই সে রাজ্যের প্রশাসন বন্ধ করে দিল ইলাহাবাদের দু’টি কসাইখানা। মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করার দিনে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা দিলেন যোগী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ২১:৫৩
Share:

প্রথম দিনেই বুঝিয়ে দিলেন, পথ তাঁর কট্টরপন্থাই। ছবি: পিটিআই।

প্রথম দিনেই কট্টরবাদী পথে যোগী আদিত্যনাথ। রবিবার তিনি শপথ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে। আর রাত পোহাতেই সে রাজ্যের প্রশাসন বন্ধ করে দিল ইলাহাবাদের দু’টি কসাইখানা। মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করার দিনে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা দিলেন যোগী। ওই ইলাহাবাদেই এ দিন এক বিএসপি নেতা খুন হয়েছেন। তার পরেই রাজ্য পুলিশের ডিজিকে নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশ— অবিলম্বে নিশ্চিত করতে হবে যে রাজ্যে আইন-শৃঙ্খলা যথাযথ ভাবে বহাল রয়েছে।

Advertisement

যে দিন শপথ নিয়েছেন আদিত্যনাথ, সেটা ছিল সাপ্তাহিক ছুটির দিন। তাই সোমবার থেকেই কার্যত মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করলেন তিনি। সেই প্রথম দিনটাতে ইলাহাবাদই বার বার শিরোনামে উঠে এল। ইলাহাবাদের রামপুর এবং অটালাতে সোমবার সকালেই পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দু’টি কসাইখানা। প্রশাসনের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তবে প্রথম দিনেই এই পদক্ষেপটি করে আদিত্যনাথ ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আগামী দিনগুলোতে কোন পথে এগোবে তাঁর সরকার।

প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দিতে লোক ভবনে ঢুকছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: রয়টার্স।

Advertisement

ইলাহাবাদে এক বিএসপি নেতা এ দিন আততায়ীর গুলিতে খুন হয়েছেন। সে ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যে উদ্বিগ্ন, তা তিনি নিজেই ডিজিকে জানিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি জাভেদ আহমেদকে এ দিন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের নির্দেশ— অবিলম্বে সুনিশ্চিত করতে হবে যে রাজ্যের ৭৫টি জেলাতেই আইন-শৃঙ্খলা বহাল রয়েছে। কোন জেলায় পরিস্থিতি কী রকম, কোথায় কী সমস্যা রয়েছে, তা জানতে অবিলম্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করতে ডিজিকে নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন: দেখে চিনতে পারছেন, কার ছবি বলুন তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement