লখনউয়ের রাস্তা ঝাঁট দিলেন আদিত্যনাথ

উত্তরপ্রদেশকে জঞ্জালমুক্ত করার ডাক তিনি আগেই দিয়েছিলেন। তাঁরই আদেশে সরকারি দফতরে পান-গুটখা খাওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তবু কেন্দ্রের এক সমীক্ষায় পরিচ্ছন্নতার মাপকাঠিতে উত্তরপ্রদেশের স্থান পিছনের সারিতেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৩:০৫
Share:

উত্তরপ্রদেশকে জঞ্জালমুক্ত করার ডাক তিনি আগেই দিয়েছিলেন। তাঁরই আদেশে সরকারি দফতরে পান-গুটখা খাওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তবু কেন্দ্রের এক সমীক্ষায় পরিচ্ছন্নতার মাপকাঠিতে উত্তরপ্রদেশের স্থান পিছনের সারিতেই। পরিস্থিতি বদলাতে শনিবার লখনউয়ের রাস্তায় ঝাঁট দিয়ে ফের সেই শপথের কথাই মনে করিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

শনিবার রাজ্যের আমলা, আধিকারিকদের পাশে নিয়ে লখনউয়ের রাম মোহন ওয়ার্ডে রাস্তা ঝাঁট দেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি ঘুরে দেখেন শহরের সুলভ শৌচালয়গুলি। বাস্তব পরিস্থিতি জানতে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও।

সম্প্রতি কেন্দ্রের একটি সমীক্ষায় উত্তরপ্রদেশের গোন্ডা শহরের কপালেই জুটেছে দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরের তকমা। ওই রিপোর্টে, দেশের ১০০টি পরিচ্ছন্ন শহরের তালিকায় বারাণসী ছাড়া উত্তরপ্রদেশের আরও কোনও শহরের নাম নেই। সব মিলিয়ে তালিকায় উত্তরপ্রদেশের নাম পিছনের সারিতে দেখার পরে দুঃখ প্রকাশ করেছিলেন যোগী। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই ওই সমীক্ষা হয়ে গিয়েছে। পাশাপাশি ২০১৭ সালের মধ্যেই ৩০টি জেলা এবং ২০১৮ সালের অক্টোবরের মধ্যে পুরো রাজ্যকেই নির্মল রাজ্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন যোগী। রাজ্যকে জঞ্জালমুক্ত করতে পুরকর্মীদের আরও সক্রিয় হওয়ার বার্তা দেন।

Advertisement

আরও পড়ুন:তিক্ত দ্বিপাক্ষিক সম্পর্ক, মুখ্যমন্ত্রীর চিন সফরে না করে দিল কেন্দ্র

তবে শনিবার যোগীর এই পদক্ষেপকে মোটেই ভাল চোখে দেখেনি বিরোধী দলগুলি। শনিবার কংগ্রেসের নেতা প্রদীপ মাথুর বলেন, ‘‘সবটাই ওঁর ভন্ডামি! রাস্তা ঝাঁট দেওয়ার জন্য রাজ্যের মানুষ যোগীকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করেননি। ওনার উচিত ছিল দায়ী আধিকারিকদের শাস্তি দেওয়া।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement