AK-203

কালাশনিকভ ২০৩-এর পরে এ বার কার্বাইন, সাব-মেশিনগান! রুশ সহযোগিতায় তৈরি হবে ভারতেই

একে-১৯ কার্বাইন এবং পিপিকে-২০ সাব-মেশিনগান নির্মাণের জন্য রুশ সংস্থা কালাশনিকভ কনসার্নের সঙ্গে চুক্তি হতে চলেছে ভারতের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৯:১৬
Share:

(উপরে) একে-১৯ কার্বাইন এবং পিপিকে-২০ সাব-মেশিনগান (নীচে)। ছবি: সংগৃহীত।

প্রাথমিক আলোচনায় ঐকমত্য হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কালাশনিকভ সিরিজের আধুনিকতম স্বয়ংক্রিয় রাইফেল একে-২০৩-এর পরে এ বার রাশিয়ার সহযোগিতায় অত্যাধুনিক কার্বাইন এবং সাব-মেশিনগান তৈরি হতে চলেছে ভারতে। ‘দ্য প্রিন্ট’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি, ভারতীয় সেনা ও আধাসেনার চাহিদা মেটানোর পাশাপাশি ভারতের মাটিতে যৌথ উদ্যোগে নির্মিত অস্ত্র রফতানিও করা হবে।

Advertisement

২০১৯-এর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের অমেঠীর করওয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ৭.৬২ এমএম একে-২০৩ রাইফেল উৎপাদন প্রকল্প উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য তার আগেই, ইউপিএ জমানায় তৈরি ওই কারখানায় বিভিন্ন ছোট অস্ত্রের উৎপাদন শুরু হয়েছিল। চিরাচরিত একে-৪৭-এর মূল নকশার সামান্য কিছু পরিবর্তনের সময়োপযোগী করে আধুনিকীকরণ করা হয়েছে একে-২০৩ স্বয়ংক্রিয় রাইফেলে। ইতিমধ্যেই তা ব্যবহার শুরু করেছে সেনা।

এ বার একে সিরিজের ৫.৫৬ এমএম একে-১৯ কার্বাইন এবং ৯ এমএম পিপিকে-২০ সাব-মেশিনগান নির্মাণের জন্য রুশ সংস্থা কালাশনিকভ কনসার্নের সঙ্গে ভারতের চুক্তি হতে চলেছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানে জোর দিয়ে বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানির পরিবর্তে যৌথ উদ্যোগে স্বদেশি উৎপাদনের উপর জোর দিয়েছে কেন্দ্র। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ। অমেঠীর অস্ত্র নির্মাণ কারখানার মালিক সংস্থা ‘ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড’-এর সিইও মেজর জেনারেল এসকে শর্মা জানিয়েছেন, এ পর্যন্ত মোট ৫৫ হাজার একে-২০৩ সরবরাহ করেছেন তাঁরা। ২০৩২ সালের মধ্যে ছ’লক্ষ স্বয়ংক্রিয় রাইফেল উৎপাদন করা তাঁদের লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement