Jawed Habib

পুলিশকে এড়িয়ে যাচ্ছেন জাভেদ হাবিব! অভিযুক্ত কেশসজ্জাশিল্পীর মুম্বইয়ের ঠিকানায় নজর পুলিশের

সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ বিশ্নোই বুধবার জানান, জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিচ্ছেন না জাভেদ। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১২:৩৬
Share:

কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব। প্রতারণার অভিযোগে ৩৩টি এফআইআর রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। —ফাইল চিত্র।

কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব এ বার আরও বিপাকে। দিল্লির ঠিকানা তাঁর খোঁজ পাননি পুলিশকর্মীরা। এ বার তাঁর মুম্বইয়ের ঠিকানায় হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের মাধ্যমে ভাল মুনাফার প্রলোভন দেখিয়ে উত্তরপ্রদেশের সম্ভলে শতাধিক মানুষের সঙ্গে তাঁরা প্রতারণা করেছেন বলে অভিযোগ। সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, ক্রিপ্টোকারেন্সিতে প্রতারণার অভিযোগে জাভেদ এবং তাঁর পুত্র আনোস হাবিবের বিরুদ্ধে ‘সার্চ ওয়ারেন্ট’ জারি হয়েছে।

Advertisement

ওই ঘটনার তদন্তে বুধাবরই দিল্লির নিউ ফ্রেন্ড্‌স কলোনি এলাকা জাভেদের বাড়িতে হানা দিয়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু দিল্লির ওই বাড়িতে ছিলেন না কেশসজ্জাশিল্পী। সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ বিশ্নোই বুধবার জানান, জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিচ্ছেন না জাভেদ। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আরও জানান, জাভেদকে তদন্তে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানান পুলিশ সুপার।

সম্ভলের পুলিশ সুপার জানান, জাভেদকে দিল্লির বাড়িতে পাওয়া যায়নি। তাই এ বার তাঁর মুম্বইয়ের ঠিকানায় যাওয়া হবে। সেখান থেকে প্রয়োজনীয় নথিপত্র বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি জাভেদকে পুলিশি জেরার সম্মুখীন করার জন্যও যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানান পুলিশ সুপার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ১৫০-র বেশি মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে জাভেদ এবং তাঁর পুত্রের বিরুদ্ধে। সব মিলিয়ে প্রায় সাত কোটি টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশের খাতায় এখনও পর্যন্ত ৩৩টি অভিযোগপত্র জমা পড়েছে। ওই অভিযোগগুলির ভিত্তিতে ইতিমধ্যে ৩৩টি এফআইআরও রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement