খুনের ঘটনায় উত্তেজনা মণিপুরে

অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুরের পাল্লেল। গত ৫ মে ঘটনাটি ঘটে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে থৌবাল জেলার পাল্লেলের বাসিন্দারা গত কাল দফায় দফায় পথ অবরোধ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ১৪:০৪
Share:

অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুরের পাল্লেল। গত ৫ মে ঘটনাটি ঘটে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে থৌবাল জেলার পাল্লেলের বাসিন্দারা গত কাল দফায় দফায় পথ অবরোধ করে। পুলিশের সঙ্গে অবরোধকারীদের খণ্ডযুদ্ধে দুই মহিলা-সহ অন্তত ৭ জন জখম হয়েছেন। পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস ও স্মোক বোমা ব্যবহার করে। এ দিকে গুলি চালনার ঘটনা নিয়ে পাল্লেলের বাসিন্দাদের সঙ্গে আইমলের বাসিন্দাদের দ্বন্দ্ব চরমে ওঠায় পুলিশ গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। পাল্লেলের বাসিন্দাদের অভিযোগ, গুলি চালনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু পুলিশ তাদের ধরছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement