Student Harassed

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে প্রয়াগরাজে গ্রেফতার আগরার অধ্যাপক, অভিযোগ মারধরেরও

নির্যাতিতার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত দু’বছর ধরে তাঁর যৌন হেনস্থা করেন অধ্যাপক। গত ২৬ অক্টোবর অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৮:৩৭
Share:

প্রতীকী ছবি।

কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের আগরায়। অভিযুক্ত এক অধ্যাপক। শুক্রবার তাঁকে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নির্যাতিতার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত দু’বছর ধরে তাঁর যৌন হেনস্থা করেন অধ্যাপক। গত ২৬ অক্টোবর অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রী। তাঁর আরও অভিযোগ, গত ২৫ অক্টোবর কলেজে দেখা করতে বলেন অধ্যাপক। দেখা করতে গেলে অধ্যাপক তাঁকে মারধর করেন। শুধু তা-ই নয়, তাঁর ফোন ছিনিয়ে নিয়ে সমস্ত প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা পিএইচডি করছেন। আরও অভিযোগ, বিষয়টি জানাজানি হলে তাঁর কেরিয়ার নষ্ট করে দেওয়া হবে হুমকি দেন অধ্যাপক। অধ্যাপকের হাতে বার বার নিগৃহীত হয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে দাবি নির্যাতিতার। তাঁর অভিযোগ পেয়েই অধ্যাপকের একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। অধ্যাপকের তল্লাশিতে নেমে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে। আগরার ডেপুটি পুলিশ কমিশনার সৈয়দ আলি আব্বাস বলেন, ‘‘অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে খুব শীঘ্রই চার্জশিট জমা করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement