Air India

করোনা ধরা পড়ল কর্মীর, ২ দিনের জন্য বন্ধ এয়ার ইন্ডিয়ার সদর দফতর

অফিস বন্ধ হওয়ায় আপাতত বাড়ি থেকেই কাজ সারবেন সংস্থার চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর-সহ সকলেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০২০ ১৩:৫০
Share:

দিল্লিতে এয়ার ইন্ডিয়ার সদর দফতর। ছবি: পিটিআই

করোনা এ বার হানা দিল নয়াদিল্লিতে এয়ার ইন্ডিয়ার সদর দফতরেও। তার জেরে দু’দিনের জন্য অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার ওই দফতরের এক পিওনের করোনা পজিটিভ। তার জেরেই এই পদক্ষেপ করা হয়েছে। আপাতত বাড়ি থেকেই কাজ সারবেন সংস্থার চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর-সহ সকলেই।

Advertisement

কর্মীরা বলছেন, নয়াদিল্লিতে এয়ার ইন্ডিয়ার ওই দফতরে যে কোনও সময়েই অন্তত শ’দুয়েক মানুষ উপস্থিত থাকেন। ফলে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সেখানে জীবাণুনাশক প্রয়োগ করা হবে। নমুনা পরীক্ষায় যাঁর করোনা পজিটিভ ধরা পড়েছে তাঁকে হোম কোয়রান্টিনে রাখা হয়েছে।

এর আগে এয়ার ইন্ডিয়ার পাঁচ বিমানচালকের করোনা পরীক্ষা করা হয়েছিল। প্রথম বার তাঁদের কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। কিন্তু দ্বিতীয় বারের পরীক্ষায় তা নেগেটিভ বলে জানা যায়। এয়ার ইন্ডিয়ার এক সূত্র জানাচ্ছে, ত্রুটিপূর্ণ টেস্ট কিটের জন্যই বিমানচালকদের প্রথম রিপোর্ট পজিটিভ আসে। তাঁরা প্রত্যেকেই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের চালক। এর পাশাপাশি সংস্থার এক জন প্রযুক্তিবিদ এবং গাড়িচালকেরও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। তাঁদের দু’জনকেই কোয়রান্টিনে রাখা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন ‘বন্দে ভারত’ শুরু করেছে মোদী সরকার। তা চালিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। ৭ মে থেকে ১৫ মে-র মধ্যে প্রথম দফায় ৬৪টি বিমানে ১৫ হাজার ভারতীয়কে দেশে ফেরানো লক্ষ্য সংস্থাটির।

আরও পড়ুন: করোনা-সংক্রমণ নেই এয়ার ইন্ডিয়ার ৫ পাইলটের, দ্বিতীয় পরীক্ষা নেগেটিভ

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement