চেন্নাই বিমানবন্দরে অবতরণের আগে বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। ছবি: পিটিআই।
চেন্নাই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রিবাহী বিমান। এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মাটি ছোঁয়ার মাত্র ২০০ ফুট দূর থেকে ঘুরে যায়। শেষ মুহূর্তে অবতরণ বাতিল করতে বাধ্য হন পাইলট। প্রায় আধঘণ্টা পরে বিমানটি নিরাপদে চেন্নাইয়ে অবতরণ করেছে। এই ঘটনার কথা নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার এআই-৩৪৭ বিমানটি সিঙ্গাপুর থেকে চেন্নাইয়ে এসেছিল। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে চেন্নাই বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। তাতে ১৮৬ জন যাত্রী ছিলেন। কিন্তু চেন্নাই পৌঁছে অবতরণের সময়ে বিপত্তির সম্মুখীন হন পাইলট। অভিযোগ, আচমকা অন্য দিকে বাতাস বইতে শুরু করে। যা বিমানের অবতরণের পক্ষে যথেষ্ট বিপজ্জনক। মাটি থেকে ২০০ ফুট দূরে পাইলট অবতরণ বাতিলের সিদ্ধান্ত নেন। বিমানের মুখ আবার উপরের দিকে ঘুরিয়ে নেন তিনি। এর পর প্রায় আধঘণ্টা ওই বিমানটি চেন্নাই বিমানবন্দরের উপরের আকাশেই ঘুরপাক খায়। পরে ১০টা ৩৭ মিনিট নাগাদ বিমানটি নিরাপদে চেন্নাইয়ের মাটি ছুঁয়েছে।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, চেন্নাই বিমানবন্দরে ওই বিমানের অবতরণকে ‘অস্থির’ (আনস্টেবিলাইজ়ড) হিসাবে উল্লেখ করা হয়। নিরাপদে অবতরণের সমস্ত শর্ত পূরণ না করলে কোনও বিমানকে এই আখ্যা দেওয়া হয়ে থাকে। এএআইয়ের এক আধিকারিকের কথায়, ‘‘বিমানটি খুব দ্রুত গতিতে অবতরণ করছিল। রানওয়ের কাছে বাতাস অপ্রত্যাশিত ভাবে ঘুরে গিয়েছিল। এর ফলে পাইলট বিমানটি অবতরণ করাননি।’’
চেন্নাই বিমানবন্দরের এক মুখপাত্রের কথায়, ‘‘২০০ ফুট পর্যন্ত নেমে এসেছিল বিমানটি। কিন্তু রানওয়ের কাছে বাতাসের অভিমুখ আচমকা বদলে যায়। বিমানের অবতরণ তখন নিরাপদ ছিল না। পাইলট বিমানটিকে নিরাপদ দূরত্বে উড়িয়ে নিয়ে যান। বেশ কিছু ক্ষণ আকাশে ঘুরতে থাকেন।’’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ মিনিটের বেশি সময় ধরে বিমানটি আকাশে ঘুরপাক খেয়েছে। রানওয়ের কাছে বাতাসের গতিবিধি স্বাভাবিক হলে বিমানটি অবতরণ করে। যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন।