Air India

হংকং থেকে উড়ে দিল্লি বিমানবন্দরে নামতেই আগুন এয়ার ইন্ডিয়ার বিমানের ছোট ইঞ্জিনে, যাত্রীরা নিরাপদেই

এআই৩১৫ উড়ানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছু ক্ষণ পরেই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লেগে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৮:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরেই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার বিমানের ছোট ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী এবং বিমানের কর্মীরা নিরাপদেই নেমেছেন। তাঁরা সকলেই সুরক্ষিত। আগুন লাগার কারণে বিমানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এআই৩১৫ উড়ানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছু ক্ষণ পরেই বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লেগে যায়। তার পরেই সেটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগত ভাবে সেই ব্যবস্থাই করা রয়েছে বিমানে। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে নামছিলেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এপিইউ কী?

Advertisement

এপিইউ হল একটি ছোট ইঞ্জিন। বিমান যখন রানওয়ে ছুঁয়ে থাকে, তখন তাকে শক্তি জোগায় এটি। সেই সময় বিমানের এসি, লাইট জ্বালাতে, প্রধান ইঞ্জিন চালু করতে শক্তির জোগান দেয় এপিইউ।

প্রসঙ্গত, গত মাসে অহমদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। লন্ডনের অদূরে গ্যাটউইকে যাচ্ছিল সেটি। উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। প্রাণ হারান বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জন। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬০ জন।

অহমদাবাদ দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি বিমানে বিপত্তি দেখা যায়। সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিমানের যাত্রা বাতিল হয়েছে। সোমবার বিকেলে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ২৪০৩ বিমানের। বিকেল সাড়ে ৫টা নাগাদ দিল্লির বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন ওই বিমানের পাইলটেরা। রানওয়েতে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটছিল বিমান। রানওয়ে ছেড়ে ওড়ার ঠিক কয়েক মুহূর্ত আগে আচমকা ব্রেক কষেন পাইলট। রানওয়েতেই দাঁড়িয়ে পড়ে বিমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement