ভারতীয় বায়ুসেনার বিমান। আটকে থাকা ভারতীয়দের আনতে যাচ্ছে দক্ষিণ সুদানে।
গৃহযুদ্ধে বিধ্বস্ত দক্ষিণ সুদানের রাজধানী জুবায় আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ভারতীয়দের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার জুবায় যাচ্ছে বিমানবাহিনীর একটি ‘সি-১৭’ বিমান। শুক্রবারই তাঁদের ফিরিয়ে আনা হবে দিল্লিতে।
বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব অমর সিংহ বুধবার এই খবর দিয়েছেন। বেশ কয়েক দিন আগেই দক্ষিণ সুদানে ভারতীয় দূতাবাসের তরফে জুবায় আটকে পড়া ভারতীয়দের কাছে দেশে ফিরিয়ে আনার বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন অনেকেই। ভারতীয়দের প্রাণহানির খবর না মিললেও, তাঁরা সেখানে রয়েছেন যথেষ্টই উদ্বেগজনক অবস্থায়।
আরও পড়ুন- দঃ চিন সাগরকে যুদ্ধের মঞ্চ বানানোর চেষ্টা যেন না হয়: হুঙ্কার দিচ্ছে ক্রুদ্ধ বেজিং
ভারতীয় দূতাবাস সূত্রের খবর, রাজধানী জুবায় প্রায় শ’পাঁচেক ভারতীয় রয়েছেন। তবে তা ছাড়াও প্রায় আড়াই হাজার ভারতীয় দক্ষিণ সুদানে রয়েছেন রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে।