India US Tariff

রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের রক্তচক্ষু! নতুন করে শুল্ক হুঁশিয়ারির পরদিনই মস্কোয় পৌঁছোলেন ডোভাল

মঙ্গলবার রাতে ডোভাল মস্কোয় পৌঁছেছেন। বিভিন্ন সূত্রের খবর, এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে আমেরিকা, সেই কারণেই এই সফরের তাৎপর্য অনেক বেড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ০৯:৫০
Share:

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। — ফাইল চিত্র।

রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে আবার ভারতকে ‘হুমকি’ দিয়েছে আমেরিকা। মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর শুল্ক বৃদ্ধি করা হবে’’। সেই ঘোষণার পরদিনই মস্কোয় পৌঁছে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ঠিক কী উদ্দেশ্যে তড়িঘড়ি রাশিয়ায় গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

Advertisement

মঙ্গলবার রাতে ডোভাল মস্কোয় পৌঁছেছেন। আদতে রাশিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই ডোভালের এই মস্কো সফর। বিভিন্ন সূত্রের খবর, ডোভালের যদিও এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু সাম্প্রতিক অতীতে ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে আমেরিকা, সেই কারণেই এই সফরের তাৎপর্য অনেক বেড়ে গিয়েছে। সূত্রের খবর, সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন ডোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হতে পারে। চলতি মাসের শেষের দিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে নয়াদিল্লির তেল এবং অস্ত্র কেনা নিয়ে যারপরনাই অসন্তুষ্ট আমেরিকা। গত বুধবারই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও এক ধাপ সুর চড়িয়ে সোমবার ভারতকে সরাসরি শুল্ক-হুমকি দেন ট্রাম্প। সেই হুঁশিয়ারির কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লিও। সোমবার রাতেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায্যই নয়, অযৌক্তিকও। অবশ্য তার তোয়াক্কা না করে মঙ্গলবার ট্রাম্প ফের জানিয়ে দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক চাপতে চলেছে। সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ায় হাজির হলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement