মথুরা কাণ্ডের দায় ঝে়ড়ে ফেলে পুলিশকেই কাঠগড়ায় তুললেন অখিলেশ যাদব। সরকারি জমিতে দখলদার তুলতে গত বৃহস্পতিবার মথুরায় যে খণ্ডযুদ্ধ বেধেছিল তাতে পুলিশই দায়ী বলে কেন্দ্রকে জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের পিছনে মাওবাদী যোগসাজস রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই মর্মে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে একটি রিপোর্ট দিয়েছেন তিনি।
মথুরার জওহরবাগে ২০১৪ সাল থেকে বেআইনি ভাবে সরকারি জমি দখল করে রয়েছে স্বাধীন ভারত সুভাষ সেনা নামে এক সংগঠন। দখলদারি সরাতে ওই সংগঠনের ধর্মগুরুর নেতৃত্বে ধুন্ধুমার কাণ্ড বাধে তার অনুগামীদের সঙ্গে পুলিশকর্মীদের। প্রথমে লাঠি-কুড়ুল নিয়ে বিক্ষোভ দেখালেও পরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ২৭০ একর জায়গা জুড়ে থাকা পার্কের এক কোণ থেকে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটানোও হয় বলে দাবি পুলিশের। ঘটনাস্থলে মারা যান শহরের পুলিশ সুপার মুকুল দ্বিবেদী এবং স্টেশন অফিসার সন্তোষ যাদব-সহ ২৯ জন। এই ঘটনায় সিবিআই তদন্তের প্রস্তাব দেন স্বয়ং রাজনাথ সিংহ।
এর পরই সরব হন বিরোধী দলের নেতারা। বিরোধীদের দাবি, ওই জমিতে আশ্রয় নেওয়া ধর্মগুরুকে পরোক্ষ মদত দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাকা তথা মুলায়ম সিংহের ভাই শিবপাল যাদব। যাদব ভোটব্যাঙ্কের জন্যই যে ওই সংগঠন তথা তার ধর্মগুরুকে মদত দেওয়া হচ্ছে সেই অভিযোগও করেছে বিরোধীরা।
তবে এ দিনের রিপোর্টে পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে অখিলেশের দাবি, ঘটনার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছে রাজ্য পুলিশ। শুধু তাই নয়, বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে তাঁর দাবি, পুলিশের উপর সে দিন কোনও রকম চাপই দেওয়া হয়নি।
আরও পড়ুন