National news

‘গুজরাতের গাধা’দের জন্য নাম না করে বিগ-বিকে প্রচারে বারণ অখিলেশের

মোদীর ‘কবরস্থান’-এর পাল্টা অখিলেশের গাধা! রবিবার উত্তরপ্রদেশের ফতেপুরে প্রচারে এসে কবরস্থানের প্রসঙ্গ তুলে অখিলেশকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ ‘গুজরাতের গাধা’ বলে পাল্টা মোদীকে বিঁধলেন অখিলেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০২
Share:

ফাইল চিত্র।

মোদীর ‘কবরস্থান’-এর পাল্টা অখিলেশের গাধা!

Advertisement

রবিবার উত্তরপ্রদেশের ফতেপুরে প্রচারে এসে কবরস্থানের প্রসঙ্গ তুলে অখিলেশকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ ‘গুজরাতের গাধা’ বলে পাল্টা মোদীকে বিঁধলেন অখিলেশ। যা করতে গিয়ে নাম না করে টেনে আনলেন অমিতাভ বচ্চনকেও!

সোমবার ভোট প্রচারে রায়বরেলীতে যান অখিলেশ সিংহ যাদব। সেখানে এক জনসভায় দাঁড়িয়ে অখিলেশ বিগ-বি-কে ‘গুজরাতের গাধাদের’ হয়ে প্রচার না করার অনুরোধ করেন। তৃতীয় দফার ভোট শান্তিতে মিটলেও মন্তব্য এবং পাল্টা মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের নির্বাচন পর্ব।

Advertisement

এ দিন অখিলেশ বলেন, ‘‘আমি দেশের এই শতকের শ্রেষ্ঠ তারকাকে অনুরোধ করব গাধাদের জন্য প্রচার না করতে। গাধাদের জন্য কেউ কখনও প্রচার করতে দেখেছেন? গুজরাতের মানুষ তাই করছেন। আর কবরস্থানে আলো লাগানোর জন্য আমাকে দুষছেন!’’ সরাসরি নাম না করলেও অখিলেশ যে অমিতাভ বচ্চনকেই এখানে টেনে আনেন তা বেশ স্পষ্ট। কারণ, অমিতাভ বচ্চন গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। গুজরাতের কচ্ছ ওয়াইল্ড অ্যাস ওয়াইল্ডলাইফ অভয়ারণ্যের প্রচারে তিনি একটি বিজ্ঞাপন করেছেন। সেখানেই প্রায় ৫ হাজার বর্গ কিলোমিটার জুড়ে এলাকায় গাড়ি নিয়ে ‘ওয়াইল্ড অ্যাস’ খুঁজতে দেখা যায় তাঁকে। ‘ওয়াইল্ড অ্যাস’-কে সামনে রেখে পর্যটকদের গুজরাতে আসার অনুরোধ জানান তিনি।

দেখুন অমিতাভ বচ্চনের সেই ভিডিও:

গতকালই ফতেপুরে কবরস্থানের প্রসঙ্গ তুলে মোদী সাম্প্রদায়িক চালে অখিলেশকে মাত করতে চান। বলেন, ‘‘এখানে একটা গ্রামে কি শুধু কবরস্থান আছে? শ্মশানঘাটও তো আছে। রমজানে যদি আলো দেওয়া হয়, হোলিতে অন্ধকার থাকবে কেন?’’ ওই দিনও অবশ্য অখিলেশ মোদীকে একহাত নিয়েছিলেন। বারাণসীতে গিয়ে দেখতে বলেছিলেন গঙ্গা মাকে ২৪ ঘণ্টা আলো দিয়ে সাজানো হয়েছে কি না। সোমবার আরও একহাত নিলেন।

যার পর বিজেপির তরফ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। অখিলেশ মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে বিজেপির নরসিমা রাও মন্তব্য করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement