মধ্যপ্রদেশে দলের জমি ফেরাতে চান অখিলেশ

দলের এক শীর্ষ পর্যায়ের নেতার কথায়, ‘‘দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা আমাদের লক্ষ্য। সে জন্য সমমনস্ক দলগুলিকে এক ছাতায় আনতে হবে। আমরা চাই না বিজেপি-বিরোধী ভোট ভাগ হয়ে নরেন্দ্র মোদীর সুবিধা করে দিক।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০৪:০০
Share:

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে জোট গড়া নিয়ে ইতিমধ্যেই মায়াবতীর সঙ্গে প্রাথমিক কথা হয়েছে কংগ্রেসের কমল নাথের। এ বার মঞ্চে এলেন সমাজবাদী পার্টির অখিলেশ সিংহ যাদব। কংগ্রেসের গড় এবং প্রয়াত অর্জুন সিংহের নির্বাচনী এলাকা সিধিতে আজ জনসভা করলেন তিনি। আগামিকাল খজুরাহোতে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। দলের সভাপতি হয়ে ইস্তক অখিলেশ উত্তরপ্রদেশের বাইরে দলের প্রভাব বাড়াতে তৎপর রয়েছেন। মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনের মধ্যে এ বার জেতা বা লড়াইয়ে থাকার আশা আছে এমন অম্তত ২৫টিতে প্রার্থী দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির সঙ্গেও আসন সমঝোতা নিয়ে কথা বলবে এসপি।

Advertisement

দলের এক শীর্ষ পর্যায়ের নেতার কথায়, ‘‘দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা আমাদের লক্ষ্য। সে জন্য সমমনস্ক দলগুলিকে এক ছাতায় আনতে হবে। আমরা চাই না বিজেপি-বিরোধী ভোট ভাগ হয়ে নরেন্দ্র মোদীর সুবিধা করে দিক।’’

সমাজবাদী পার্টি আগেও ভোটে লড়েছে মধ্যপ্রদেশে। মুলায়ম সিংহ যাদবের নেতৃত্বে লড়ে ১৯৯৮ সালে এখান থেকে ৪টি আসন পেয়েছিল দল। ২০০৩-এ তা বেড়ে হয় ৭। মোট ভোটের ৯ শতাংশ এসেছিল এসপির ঝুলিতে। তবে ২০০৮ থেকেই দলের প্রভাব কমতে থাকে মধ্যপ্রদশে। গত বিধানসভা ভোটে এ রাজ্যে প্রার্থীই দেয়নি এসপি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন