Viral Video

মঞ্চে গান গাইছিলেন জনপ্রিয় গায়ক, হঠাৎ মুখে এসে ঢুকে গেল দর্শকের ছোড়া সিগারেট! তার পর... ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের ওই গায়কের নাম সাগোপা কাজ়ম। হিপ-হপ মিউজ়িকের জন্য তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাঁর। সম্প্রতি একটি লাইভ কনসার্টে গান গাইতে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:২২
Share:

অবাক চোখে দর্শকের ছোড়া সিগারেট দেখছেন শিল্পী। ছবি: এক্স থেকে নেওয়া।

লাইভ কনসার্টে গান গাইছিলেন জনপ্রিয় গায়ক। সামনে দাঁড়িয়ে হইহই করে শুনছিলেন শ্রোতারা। তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক দর্শকের ছোড়া সিগারেট সোজা গিয়ে ঢুকে গেল ওই গায়কের মুখে। তার পর? চাঞ্চল্যকর সেই ঘটনাটি কয়েক দিন আগে তুরস্কে ঘটেছে। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের ওই গায়কের নাম সাগোপা কাজ়ম। হিপ-হপ মিউজ়িকের জন্য তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাঁর। সম্প্রতি একটি লাইভ কনসার্টে গান গাইতে গিয়েছিলেন তিনি। সেই গান শুনতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। সাগোপা যখন মঞ্চে গান গাইতে ব্যস্ত, তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। দর্শকের মধ্যে থেকে কেউ একটি সিগারেট ছুড়ে মারেন গায়কের দিকে। সেই সিগারেট সোজা গিয়ে সাগোপার মুখে ঢুকে যায়। অবাক হয়ে যান তিনি। এর পর সামলে নিয়ে হাসতে হাসতে সিগারেটটি দর্শককে দেখান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই ঘটনার পর কিছু ক্ষণের জন্য গান গাওয়া বন্ধ রেখেছিলেন সাগোপা। পরে আবার তিনি মঞ্চে ফিরে যান।

সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেলি টার্কিক’ নামে এক সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ঘটনার নিন্দা করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। সিগারেট গায়কের গলায় চলে গেলে বা চোখে লাগলে কী হত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দায়িত্বজ্ঞানহীন দর্শক। শিল্পীদের দিকে জিনিস ছুড়ে মারা অসম্মানজনক। তাঁদের নিরাপত্তার ঝুঁকিও তৈরি হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement