Telangana

লড়াই ব্যর্থ, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে মৃত ৯

ঘটনায় তদন্তভার ইতিমধ্যেই সিআইডি-র হাতে তুলে দিয়েছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ১৮:৩৩
Share:

বিদ্যুৎকেন্দ্র থেকে ধোঁয়া বেরোচ্ছে। ছবি: পিটিআই

ব্যর্থ হল জতুগহ থেকে বেঁচে ফেরার লড়াই। শেষ পর্যন্ত মারাই গেলেন তেলঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ৯ কর্মী। বৃহস্পতিবার রাতে আগুন লাগে ওই বিদ্যুৎ কেন্দ্রের ভূগর্ভস্থ ইউনিটে। টানেল দিয়ে কয়েক জন বেরিয়ে আসতে পারলেও, ৯ জন সেখানে আটকে পড়েন। শুক্রবার বেলার দিকে সকলের দেহ উদ্ধার করা হয়।

ন’জনের মধ্যে তিন জনকে চিহ্নিত করা গিয়েছে। তাঁদের প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র। তাঁরা হলেন সুন্দর নায়েক, মোহন কুমার এবং ফতিমা। কী ভাবে ওই বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বিদ্যুৎ কেন্দ্রের ভূগর্ভস্থ ৪ নম্বর ইউনিটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তদন্তকারী অফিসার নিযুক্ত হয়েছেন সিআইডির অ্যাডিশনাল ডিরেক্টর গোবিন্দ সিংহ। তাঁকে যত দ্রুত সম্ভব ওই দুর্ঘটনার তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: রাত থেকে জ্বলছে তেলঙ্গানার বিদ্যুৎকেন্দ্র, আটকে অন্তত ৯ জন

Advertisement

শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন। এ দিন ঘটনাস্থলে যান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জি জগদীশ্বর রেড্ডি। তেলঙ্গানা প্রশাসন সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময়, ওই বিদ্যুৎকেন্দ্রে ৩০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ৬ জনকে টানেলের মধ্যে দিয়ে উদ্ধার করে আনা হয়। ১৫ জন আপৎকালীন পথ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু ওই অন্ধকূপে আটকে পড়েন ৯ জন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন এনডিআরএফ এবং দমকল বাহিনীর সদস্যরা। কিন্তু ঘন কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায় টানেল। তার জেরে সেখানে পৌঁছতে দেরি হয়ে যায় উদ্ধারকারী দলের সদস্যদের।

আরও পড়ুন: ঋণ শোধে ব্যর্থ অনিল অম্বানী, পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসক নিয়োগ আদালতের

ওই বিদ্যুৎকেন্দ্র থেকে জীবিত অবস্থায় যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তেলঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তে কৃষ্ণা নদীর উপর শ্রীশৈলম বাঁধ। সেখানেই গড়ে উঠেছে ওই জলবিদ্যুৎকেন্দ্র। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে ওই বিদ্যুৎকেন্দ্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন