জয়ার ভিডিও তোলাই হয়নি, দাবি হাসপাতালের

প্রয়াত এডিএমকে নেত্রীর মৃত্যু নিয়ে গঠিত তদন্ত কমিশনে সম্প্রতি হলফনামা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশিকলা। তাতে তিনি জানিয়েছেন, শেষ কয়েক দিন জয়ললিতার ভিডিও তোলা হয়েছিল। কিন্তু অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডির বয়ানে সে কথার সমর্থন মিলছে না।

Advertisement

স‌ংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০৪:৩৩
Share:

জয়ললিতার শেষ কয়েক দিন নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই।

Advertisement

প্রয়াত এডিএমকে নেত্রীর মৃত্যু নিয়ে গঠিত তদন্ত কমিশনে সম্প্রতি হলফনামা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশিকলা। তাতে তিনি জানিয়েছেন, শেষ কয়েক দিন জয়ললিতার ভিডিও তোলা হয়েছিল। কিন্তু অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডির বয়ানে সে কথার সমর্থন মিলছে না।

২০১৬ সালের ডিসেম্বর মাসে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান জয়ললিতা। প্রতাপ রেড্ডির দাবি, জয়ললিতা থাকার সময়ে হাসপাতালের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। ইনটেনসিভ কেয়ার ইউনিটেও তিনিই ছিলেন একমাত্র রোগী।

Advertisement

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ঐতিহ্য দখলের লড়াইয়ে ইতিমধ্যেই জড়িয়ে পড়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশিকলা এবং পনীরসেলভম ও পলানীস্বামীরা। শশিকলা দাবি জানিয়েছেন, জয়ললিতা কিছুটা সুস্থ থাকার সময়েই অন্তত চার বার তাঁর ভিডিও রেকর্ড করা হয়েছিল। এমনকী পনীরসেলভম ও এম থাম্বিদুরাইয়ের মতো নেতারা তাঁর সঙ্গে গিয়ে দেখাও করেছিলেন। কিন্তু ওই দুই নেতা এখন দাবি করছেন, তাঁদের কখনও দেখা করার ছাড়পত্রই দেয়নি হাসপাতাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন