loudspeaker

Loudspeaker: আজানে লাউডস্পিকার ব্যবহার মৌলিক অধিকার নয়, রায় ইলাহাবাদ হাই কোর্টের

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার সে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার বাজানোর জন্য সরকারি অনুমোদন নেওয়া ‘বাধ্যতামূলক’ করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

ইলাহাবাদ (প্রয়াগরাজ) শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৫:১২
Share:

প্রতীকী ছবি।

মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে মহারাষ্ট্রে উত্তেজনার আবহেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দিল উত্তরপ্রদেশের ইলাহাবাদ হাই কোর্ট। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়— আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।

সম্প্রতি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বিসৌলি মহকুমার এক মসজিদ কর্তৃপক্ষ আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের আবেদন জানিয়েছিলেন প্রশাসনের কাছে। কিন্তু মহকুমাশাসক অনুমতি না দেওয়ার মৌলিক অধিকারের প্রসঙ্গ তুলে হাই কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদন খারিজ করে দিয়েছে ইলাহাবাদ হাই কোর্ট।

Advertisement

উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি সে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার বাজানোর জন্য সরকারি অনুমোদন নেওয়া ‘বাধ্যতামূলক’ করেছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, কোনও অবস্থাতেই যেন লাউডস্পিকারের শব্দ ওই সংশ্লিষ্ট ধর্মস্থানের বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন