এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলেজে যাওয়ার পথে তরুণীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল দিল্লিতে। রবিবার সকালে দিল্লির অশোক বিহারের এক কলেজের ক্যাম্পাসের কাছে তাঁর উপর অ্যাসিড হামলা চালায় তিন যুবক। আক্রান্ত ছাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযুক্তেরা তিন জনেই তরুণীর পূর্বপরিচিত। তাঁদের মধ্যে এক জন দীর্ঘ দিন ধরে ধারাবাহিক ভাবে তরুণীর পিছু নিতেন বলে অভিযোগ। এক মাস আগে এই নিয়ে ওই যুবকের সঙ্গে তরুণীর তর্কাতর্কিও হয়েছিল। এরই মধ্যে রবিবার তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা।
আক্রান্ত ওই ২০ বছর বয়সি তরুণী দ্বিতীয় বর্ষের ছাত্রী। তবে তিনি কলেজের নিয়মিত পড়ুয়া নন। পুলিশ সূত্রে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, রবিবার সকালে অতিরিক্ত ক্লাসের জন্য কলেজের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই বাইকে চেপে এসে তাঁর পথ আটকায় তিন যুবক। তাঁদের মধ্যে এক জন অপর জনের হাতে অ্যাসিডের বোতল তুলে দেয়। পর ক্ষণেই তরুণীর গায়ে অ্যাসিড ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তেরা। পুলিশ সূত্রে খবর, তরুণী এবং অভিযুক্তেরা একই এলাকার বাসিন্দা।
দিল্লি পুলিশ জানিয়েছে, তরুণীর মুখ লক্ষ্য করে অ্যাসি়ড ছুড়ে মারেন অভিযুক্ত। হাত দিয়ে কোনওক্রমে মুখ বাঁচাতে পারেন ওই ছাত্রী। তবে তাঁর দু’হাত মারাত্মক ভাবে দগ্ধ হয়েছে। তাঁকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশের অপরাধদমন শাখা এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রতিনিধিদল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তরুণীর বয়ানও সংগ্রহ করেছে পুলিশ।