Beaten to Death

ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ! লাঠিপেটা করার আগে ঘোরানো হয় জুতোর মালা পরিয়ে

প্রৌঢ় এলাকারই এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। ওই অভিযোগের প্রেক্ষিতেই অভিযুক্তের বাড়ির বাইরে চড়াও হয় উত্তেজিত জনতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২০:২৬
Share:

ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ। —প্রতীকী চিত্র।

ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ঝাড়খণ্ডে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। ৫৬ বছর বয়সি ওই প্রৌঢ় এলাকারই এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ওই অভিযোগের প্রেক্ষিতেই প্রৌঢ়কে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। তার পরে লাঠিপেটা করা হয় বলেও অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, গ্রামবাসীদের মারধরের জেরে মৃত্যু হয় অভিযুক্তের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। প্রৌঢ় এলাকারই এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। ওই অভিযোগের প্রেক্ষিতেই অভিযুক্তের বাড়ির বাইরে চড়াও হয় উত্তেজিত জনতা। রবিবার স্থানীয় থানার পুলিশ সংবাদ সংস্থা পিটিআইকে জানায়, শুক্রবার রাতে ওই প্রৌঢ় বাড়ির বাইরে পায়চারি করার জন্য বেরিয়েছিলেন। সেই সময়েই তাঁর উপর হামলা হয়।

স্থানীয় থানার ওসি বলেন, “গ্রামবাসীরা ওই প্রৌঢ়কে গোটা এলাকায় ঘোরান। তার পরে একটি ঘরে তালাবন্ধ করে রাখা হয়। লাঠি দিয়ে তাঁকে পেটানোও হয়। এর জেরে ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।” শনিবার ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে চাইবাসা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের জেরেই হামলা হয়েছে ওই ব্যক্তির উপর। প্রৌঢ়কে পিটিয়ে খুনের ঘটনায় ইতিমধ্যে দু’জন মহিলাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চক্রধরপুরের মহকুমা পুলিশ আধিকারিক শিবম প্রকাশ। আটক দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

এসডিপিও আরও জানান, ওই ঘটনায় দু’পক্ষের তরফেই অভিযোগ দায়ের হয়েছে। মৃতের পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে। অন্য দিকে, মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর পরিবারও ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। দু’টি অভিযোগই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement