বঙ্গসংবাদ দ্রুত চাই: অমিত শাহ

বিজেপি সূত্রের মতে, দলের নেতাদের বিজেপি সভাপতি স্পষ্ট করে দিয়েছেন, প্রতিদিনের বিষয় নড্ডাকেই জানাতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ০৩:০৪
Share:

—ফাইল চিত্র।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেও বিজেপি সভাপতির পদ ছাড়েননি অমিত শাহ। মন্ত্রকের চাপে দলের কাজে রোজ নজর রাখা সম্ভব হয় না। যে কারণে জগৎপ্রকাশ নড্ডাকে কার্যনির্বাহী সভাপতি নিয়োগ করা হয়েছে। কিন্তু বাংলার কোনও বিষয় তৎক্ষণাৎ জানানোর জন্য নড্ডাকে নির্দেশ দিয়েছেন তিনি। বিজেপি সূত্রের মতে, দলের নেতাদের বিজেপি সভাপতি স্পষ্ট করে দিয়েছেন, প্রতিদিনের বিষয় নড্ডাকেই জানাতে হবে। তিনি সময়মতো দলের রিপোর্ট নিয়ে নেবেন। কিন্তু তিনটি রাজ্য সম্পর্কিত কিছু ঘটলে তাঁকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। বাকি দুই রাজ্য কেরল ও তেলঙ্গানা।

Advertisement

বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর কাল মন্তব্য করেছিলেন, নর্দমা সাফ করার জন্য তিনি সাংসদ হননি। এই মন্তব্যের পর বিরোধীরা বিজেপির ‘মানসিকতা’ নিয়েই প্রশ্ন তুলছে এবং এই মন্তব্য সরাসরি প্রধানমন্ত্রীর বিরোধিতা বলে মনে করা হচ্ছে। আজ তাঁকে ধমক দেন নড্ডাই। জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে এমন ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। এই বৈঠকে দলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি এল সন্তোষও ছিলেন। আগামিকাল সকালে প্রধানমন্ত্রী, অমিত শাহের উপস্থিতিতে বিজেপির সংসদীয় দলের বৈঠকেও প্রথমবার যোগ দেবেন সন্তোষ।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন