Air Hostess Assaulted In Mumbai

বিমানসেবিকাকে ধর্ষণে অভিযুক্ত পাইলট! মহারাষ্ট্রের থানায় দায়ের এফআইআর, শুরু পলাতকের খোঁজ

রবিবার মুম্বইয়ের কাছে নওঘর থানায় অভিযোগ নিয়ে হাজির হন ২৩ বছরের এক তরুণী। পেশায় বিমানসেবিকা তিনি। তাঁর অভিযোগ, এক সহকর্মী তাঁকে ধর্ষণ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৭:২৯
Share:

—প্রতীকী চিত্র।

এক বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে। মহারাষ্ট্রের নওঘর থানায় অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা।’ তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত বিমানচালক পলাতক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার মুম্বইয়ের কাছে নওঘর থানায় অভিযোগ নিয়ে হাজির হন ২৩ বছরের এক তরুণী। পেশায় বিমানসেবিকা তিনি। তাঁর অভিযোগ, এক সহকর্মী তাঁকে ধর্ষণ করেছেন। অভিযোগকারিণীর বক্তব্য, গত সপ্তাহে একটি লন্ডনগামী উড়ানে ‘ডিউটি’ ছিল তাঁর। ওই বিমানেই মুম্বই ফেরেন তিনি। যাত্রাশেষে সংশ্লিষ্ট উড়ানের পাইলট তাঁকে শারীরিক অত্যাচার করেছেন।

অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, গত সপ্তাহে একই উড়ানে লন্ডন থেকে মুম্বই ফিরেছিলেন দু’জনে। চালকের আসনে ছিলেন অভিযুক্ত এবং তিনি বিমানসেবিকার দায়িত্বে ছিলেন। মুম্বইয়ে ফিরে তাঁরা মীরা রোড পর্যন্ত একসঙ্গে যান। এই মীরা রোডেই দু’টি আলাদা আবাসনে তাঁদের বাস। ফেরার পথে ওই পাইলট তাঁর বাড়িতে যাওয়ার জন্য বিমানসেবিকাকে অনুরোধ করেন। বিমানসেবিকা রাজি হন।

Advertisement

অভিযোগকারিণী জানিয়েছেন, সহকর্মীর বাড়িতে সেই সময়ে কাউকে না দেখে তিনি অবাক হয়ে যান। কেন তাঁকে বাড়িতে ডেকে নিয়ে এলেন তিনি, তা বুঝতে পারেন না। এ নিয়ে প্রশ্ন করায় ওই পাইলট নানা কথা বলতে শুরু করেন। তার পর একটি ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গা-ঢাকা দিয়েছেন। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement