Murder in Delhi Saket Court

দিল্লিতে আদালতের ভিতরেই খুন! তিহাড়ে বন্দি আসামিকে কোর্ট লকআপে গলায় পা দিয়ে হত্যা করলেন বিরোধী কয়েদিরা

আদালতে নিয়ে আসা হয়েছিল তিহাড়ের তিন কয়েদিকে। রাখা হয়েছিল কোর্ট লকআপে। সেখানেই বচসা। তার পর খুন! কোর্ট লকআপেই এক জনকে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করলেন বাকি দু’জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৬:১৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আদালতে নিয়ে আসা হয়েছিল তিহাড়ের তিন কয়েদিকে। রাখা হয়েছিল কোর্ট লকআপে। সেখানেই বচসা। তার পর খুন! কোর্ট লকআপেই এক জনকে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করলেন বাকি দু’জন। বৃহস্পতিবার দিল্লির সকেট কোর্টে ঘটনাটি ঘটেছে।

Advertisement

দিল্লি পুলিশ জানিয়েছে, মৃত আসামির নাম আমন। তিহাড়ের আট নম্বর জেলের কয়েদি তিনি। তাঁকে খুনে অভিযুক্তেরাও ওই জেলেরই কয়েদি। জেলে আমনের বিরোধী গোষ্ঠীর লোক তাঁরা। তাঁদের এক জনের নাম জিতেন্দ্র।

পুলিশ সূত্রে খবর, জিতেন্দ্র এবং আমনের পুরনো শত্রুতা ছিল ২০২৪ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনায় আমনের বিরুদ্ধে জিতেন্দ্র এবং তাঁর ভাইকে মারধরের অভিযোগ ছিল। প্রসঙ্গত, ২০২৩ সালেও সকেট আদালতে খুনের ঘটনা ঘটেছিল। সে বার এক মহিলাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিলেন এক আইনজীবী। পরে তাঁকে পুলিশ গ্রেফতার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement