Accident in Maharashtra

ব্রেক ফেল ট্রাকের! নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে পর পর ২০ গাড়িতে ধাক্কা

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। স্থানীয় প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘চালক ব্রেক ফেল করে ওই ট্রাকের নিয়ন্ত্রণ হারান। বিএমডব্লিউ, মার্সিডিজ়ের মতো বিলাসবহুল গাড়িও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ২০:৫২
Share:

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। ছবি: এক্স (সাবেক টুইটার)।

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা মেরে থামল ট্রাক! শনিবার দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলির কাছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে!

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, খোপোলি থানা এলাকায় মুম্বইগামী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। একটি কন্টেনারবোঝাই ট্রাক আচমকাই ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্তত ২০টি গাড়িতে ধাক্কা মেরে ধ্বংসস্তূপের সৃষ্টি করে! এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে বেশ কয়েক জন আহত হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। স্থানীয় প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘চালক ব্রেক ফেল করে ওই ট্রাকের নিয়ন্ত্রণ হারান। বিএমডব্লিউ, মার্সিডিজ়ের মতো বিলাসবহুল গাড়িও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’

Advertisement

দুর্ঘটনার পরে ওই ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। সূত্রের খবর, ট্রাক চালানোর সময় চালক মত্ত ছিলেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement