‘অগ্নিশর্মা’ সনিয়ার পাশে তৃণমূলও

রাগে ‘অগ্নিশর্মা’! সে এক অন্য সনিয়া গাঁধী। লোকসভায় আজ তাঁর আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গলা চড়িয়ে কথা বলতে দেখা গেল কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ১৮:৩১
Share:

রাগে ‘অগ্নিশর্মা’!

Advertisement

সে এক অন্য সনিয়া গাঁধী।

লোকসভায় আজ তাঁর আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গলা চড়িয়ে কথা বলতে দেখা গেল কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে। জানতে চাইলেন, দলিত ইস্যুতে স্পিকার কেন লোকসভায় কংগ্রেস সংসদীয় দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে তাঁর কথা বলার অনুমতি দিলেন না। দলিত ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহের আপত্তিকর মন্তব্যের পরেও সরকার কেন কোনও ব্যবস্থা নিল না, সেই প্রশ্নও তোলেন কংগ্রেস সভানেত্রী।

Advertisement

ওই সময় অন্য বিরোধী দলগুলির সাংসদদের নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে দেখা যায়। কংগ্রেস সভানেত্রীকে এতটা রেগে যেতে দেখে তাঁরা বিস্ময়ে হতবাক হয়ে যান।

এর পরেই সনিয়া এ ব্যাপারে বিরোধীদের সমর্থন চান। এগিয়ে গিয়ে কথা বলেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কথা বলেন অন্য বিরোধী দলনেতাদের সঙ্গেও। বলেন, ‘‘এই ইস্যুটি নিয়ে আজ সংসদের দুই কক্ষের অধিবেশনই ভেস্তে দেবেন কংগ্রেস সাংসদরা।’’

সংসদে এ দিন কংগ্রেস সাংসদদের বিক্ষোভে সামিল হতে দেখা যায় তৃণমূল সাংসদদেরও। এর পর মূলত কংগ্রেস সাংসদদের বাধায় সংসদের দুই কক্ষের অধিবেশনই এ দিনের জন্য মুলতুবি হয়ে যায়। সংসদে কংগ্রেস সাংসদদের বিক্ষোভে তৃণমূলের সমর্থন পেতে আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সকালে কথা বলেন তৃণমূল সাংসদদের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন