26/11 Mumbai attack

ফিরে দেখা ২৬/১১

২০০৮ সালের নভেম্বর মাসের সেই রাত। পাক সন্ত্রাসবাদীর হামলায় রক্তাক্ত গিয়েছিল মুম্বই। ২৬/১১-এর মুম্বই হামলার পর কেটে গিয়েছে ন’টি বছর। সে দিনের ঘটনা ফিরে দেখুন গ্যালারিতে।

Advertisement
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০০:৫৬
Share:
০১ ০৮

২০০৮ সালের নভেম্বর মাসের সেই রাত। পাক সন্ত্রাসবাদীর হামলায় রক্তাক্ত গিয়েছিল মুম্বই। ২৬/১১-এর সেই মুম্বই হামলার পর কেটে গিয়েছে ন’টি বছর। সে দিনের ঘটনা ফিরে দেখুন গ্যালারিতে।

০২ ০৮

সে দিন মুম্বইয়ের তাজ হোটেলের পাশাপাশি ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্টের মতো আটটি জায়গায় হামলা চালায় আজমল কসাব ও তার দলবল।

Advertisement
০৩ ০৮

২৬/১১-র অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি এই হামলায় তার ভূমিকার জন্য আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে।

০৪ ০৮

২৬/১১-এর সেই মুম্বই হামলায় নিহত হন ১৬৪ জন নিরপরাধ মানুষ। আহত হন তিনশো’রও বেশি।

০৫ ০৮

২০০৮-এ করাচি থেকে সমুদ্র পেরিয়ে মুম্বইয়ে হামলা চালিয়েছিল ১০ পাকিস্তানি জঙ্গি।

০৬ ০৮

২৬/১১-এর মুম্বই হামলার পিছনে লস্কর-ই-তইবার যোগ ছিল।

০৭ ০৮

২৬/১১-এর মুম্বই হামলায় একমাত্র ধৃত জঙ্গি আজমল কসাবের ফাঁসি হয় ২১ নভেম্বর, ২০১২-য়।

০৮ ০৮

এই হামলায় হেমন্ত কারকারে, অশোক কামাত-সহ মুম্বই পুলিশের পাঁচ কর্মী এবং দু’ জন এনএসজি কমান্ডো প্রাণ হারান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement