কাশ্মীরে হত সেনা, পণবন্দি নাবালক 

আজ বান্দিপোরার হাজিনে একটি বাড়িতে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে অভিযানে নামে বাহিনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ০৩:০৫
Share:

প্রতীকী ছবি।

হোলির দিনেও হিংসা থামল না কাশ্মীরে। উপত্যকার বান্দিপোরায় জঙ্গিদের হাতে পণবন্দি হল নাবালক। বারামুলায় নিহত হল দুই জঙ্গি। আহত হয়েছেন তিন সেনা। অন্য দিকে রাজৌরিতে পাকিস্তানি হামলায় নিহত হয়েছেন এক সেনা।

Advertisement

আজ বান্দিপোরার হাজিনে একটি বাড়িতে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে অভিযানে নামে বাহিনী। এক তরুণী ও একটি বালককে পণবন্দি করে জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি কমিটির কয়েক জন সদস্য ও এক ম্যাজিস্ট্রেটকে মধ্যস্থতার জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। জঙ্গিরা ওই তরুণীকে ছেড়ে দিলেও গভীর রাত পর্যন্ত বালকটিকে আটকে রাখে। ফলে ওই বাড়িতে আপাতত অভিযান চালাতে চাইছে না বাহিনী। পুলিশ-কর্তাদের মতে, স্থানীয় বাসিন্দাদের বাড়িতে আশ্রয় নিয়ে তাঁদের ঢাল হিসেবে ব্যবহার করার কৌশল নিচ্ছে জঙ্গিরা। বাহিনী অভিযান চালালে নিরীহ মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাতে বিচ্ছিন্নতা আরও বাড়বে।

উত্তর কাশ্মীরের বারামুলার কালানত্রা এলাকাতেও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে বাহিনীর। গত কাল বিকেল থেকে ওই সংঘর্ষ শুরু হয়। আজ সকালে অভিযানে যোগ দেন সেনার প্যারা কম্যান্ডোরা। সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। আহত হন তিন সেনা। এক পদস্থ পুলিশ অফিসার বলেন, ‘‘নিহত জঙ্গিদের দেহ উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে তাদের কাছে থাকা প্রচুর অস্ত্রশস্ত্রও।’’ আজ সকালে বারামুলারই সোপোরে দু’টি ঘটনায় পুলিশ ও সিআরপিকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড বিস্ফোরণে সোপোরের দাঙ্গিওয়াচা থানার ওসি মুদাসির আহমেদ ও তাঁর দেহরক্ষী আহত হয়েছেন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য দিকে সংঘর্ষবিরতি ভেঙে এ দিন রাজৌরির সুন্দরবনি ও নৌশেরা সেক্টরে হামলা চালায় পাক সেনা। তাতে যশ পল নামে এক সেনা নিহত হয়েছেন। তিনি জম্মুর মানতালাই গ্রামের বাসিন্দা। জানুয়ারি থেকে পাকিস্তান এ নিয়ে ১১০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল। সোমবারও আখনুর ও সুন্দরবনি সেক্টরে হামলা চালায় তারা। তাতে করমজিৎ সিংহ নামে এক সেনা নিহত হন। আহত হন চার সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন