Narendra Modi

Narendra Modi: করোনা নিয়ে কড়া প্রশ্ন করুন, তবে সরকারকে উত্তর দেওয়ার সুযোগ দিন, বললেন মোদী

সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১০:৫২
Share:

সোমবার সংসদের বাইরে মোদী ছবি: পিটিআই।

সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃষ্টিস্নাত রাজধানীর সংসদ ভবনের সামনে দাঁড়িয়েই তিনি বললেন, ‘‘সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি। সরকার সব তথ্য দিতে তৈরি। সরকারকে তীক্ষ্ণ প্রশ্ন করুন, শান্তিপূর্ণভাবে সরকারকে উত্তর দিতে দিন।’’

Advertisement

রবিবারই সর্বদল বৈঠকে সাংসদদের উদ্দেশে বার্তা দিয়ে মোদী বলেছিলেন, তাঁর সরকার নিয়ম মেনে যে কোনও বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত।

Advertisement

সোমবার সংসদ ভবনে উপস্থিত হয়ে মোদী ফের বললেন, ‘‘বিরোধীদের সমস্ত কড়া প্রশ্ন শুনবে সরকার। কিন্তু সরকারকেও নিয়ম মেনে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। তা হলেই দেশের গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আশা-ভরসা আরও মজবুত হবে।’’

সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ‘‘৪০ কোটি টিকা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দেশে সুস্থতার হার বেড়ে ৯৭.৩২ শতাংশ। রাজ্যগুলিকে ৪২.১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন