flood

Assam Floods: বন্যা কবলিত অসমে আরও আট জনের মৃত্যু, জলের তলায় ২২৫৪ গ্রাম, বিপর্যস্ত ২১ লক্ষ

অসমে চলতি বছরে বন্যায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে হল ১৩৪। কাছার এলাকায় এক ব্যক্তি নিখোঁজ। বর্তমানে ২২টি জেলা জলমগ্ন রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১১:৪৭
Share:

ছবি পিটিআই।

দিন যত গড়াচ্ছে, বন্যা কবলিত অসমের দুর্দশার ছবি ততই প্রকট হচ্ছে। প্লাবনের জেরে অসমে আরও আট জনের মৃত্যুর খবর মিলেছে। এ নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে চলতি বছরে বন্যায় মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

২১ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। জানা গিয়েছে, মৃত আট জনের মধ্যে শুধু কাছারেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁওতে এক জনের করে মৃত্যু হয়েছে। কাছার এলাকায় এক ব্যক্তি নিখোঁজ। শিলচরের কয়েকটি এলাকা এখনও জলমগ্ন বলে জানা গিয়েছে।

Advertisement

তবে অসমের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে ২২টি জেলা জলবন্দি রয়েছে। নগাঁওতে কপিলি, করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বলে খবর। ২২৫৪টি গ্রাম এখনও জলের তলায়। ৫৩৮টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় দু’লক্ষ। এখনও ৭৪ হাজার ৬৫৫.৮৯ হেক্টর জমি ডুবে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন