প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অসম সরকার। বৃহস্পতিবার এই ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। — ফাইল চিত্র।
প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অসম সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকশেষে এই ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে তফসিলি জাতি, জনজাতি এবং চা বাগান এলাকার গোষ্ঠীগুলির জন্য আরও এক বছর আধার কার্ড বিলি করা হবে।
হিমন্তের দাবি, অসমে জনসংখ্যার হিসাবে পর্যাপ্ত পরিমাণে আধার কার্ড দেওয়া হয়েছে। তাঁর দাবি, বর্তমানে অসমে লোকসংখ্যার হিসাবে যত সংখ্যক আধার নথি থাকা প্রয়োজন, তার চেয়ে বেশিই (১০৩ শতাংশ) রয়েছে। তবে তফসিলি জাতি, জনজাতি এবং চা বাগান এলাকার গোষ্ঠীগুলির মধ্যে তা এখনও ৯৬ শতাংশে আটকে রয়েছে। তাই তাঁদের জন্য আরও এক বছর আধার কার্ড দেওয়া হবে।
অসমের মুখ্যমন্ত্রীর দাবি, অবৈধবাসীরা যাতে আধার নথি ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে তিনি বলেন, “গত বছরে ধারাবাহিক ভাবে আমরা সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকে যাচ্ছি। গত কালও সাত জনকে আটকেছি। কিন্তু সকলকে (অবৈধবাসী) ধরতে চাই। তাই আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চাইছি, যাতে কেউ অবৈধ ভাবে অসমে প্রবেশ করে আধার কার্ড নিয়ে ভারতীয় হিসাবে বসবাস করতে না পারেন। এই পথ আমরা পুরোপুরি বন্ধ করে দিতে চাই। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আগামী ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন হিমন্ত। তার পরে আরও এক বছর তফসিলি জাতি, জনজাতি এবং চা বাগান এলাকার বাসিন্দাদের থেকে আধার কার্ডের আবেদন গ্রহণ করা হবে। হিমন্ত এ-ও জানিয়েছেন, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরে একমাত্র ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনার ক্ষেত্রেই প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া হবে। সে ক্ষেত্রেও জেলা পুলিশ এবং ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট পাওয়ার পরে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারেরা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।
বস্তুত, শৈশবকালেই আধার কার্ডের জন্য আবেদন জানানো যায়। পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য বিশেষ ধরনের আধার নথি থাকে। এ ছাড়া ১৮ বছর বয়স হওয়ার আগেই আধারের জন্য আবেদন জানানো যেতে পারে। সে ক্ষেত্রে কোনও কড়াকড়ির কথা ঘোষণা করেননি হিমন্ত। এই কড়াকড়ি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের আধার কার্ডের আবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে।