বিল ঘিরে উত্তপ্ত অসম

আসুর দাবি, এই বিল অসমে মোগল আক্রমণের মতোই বিপজ্জনক। প্রতিবাদকারীরা ডিব্রুগড়ের মুকুলগাঁওয়ে মুখ্যমন্ত্রীর গ্রামের বাড়ির সামনেও প্রতিবাদ দেখায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৭
Share:

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আসুর মিছিল।—ছবি পিটিআই।

লোকসভায় বিল পাশ হওয়ার দিনে অগ্নিগর্ভ হল অসম। উজানি অসমের একাধিক সংগঠন ও নামনি অসমে আক্রাসু ৪৮ ঘণ্টা বন্‌ধের ডাক দেয়। তাই-মটক সংগঠনের ডাকা অর্থনৈতিক অবরোধের জেরে আটকে পড়ে বহু পণ্যবাহী ট্রাক। থমকে যায় অয়েল ইন্ডিয়ার কাজও। বিলের প্রতিবাদে আজ অসমের সর্বত্র বিভিন্ন সংগঠন পথ অবরোধ করে। গুয়াহাটির বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে ও মিছিল বের করে অবরোধ করা হয়। সন্ধ্যায় মশাল মিছিল বার করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। গুয়াহাটি, কটন ও ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিল-বিরোধী আন্দোলনে একজোট হয়েছে। তিন বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা বাতিল করতে হয়েছে। ডিব্রুগড়ে ছাত্রছাত্রী ও শিক্ষক স্কুল-কলেজ বন্ধ করে রাস্তায় নেমে প্রতিবাদ দেখায়।

Advertisement

আসুর দাবি, এই বিল অসমে মোগল আক্রমণের মতোই বিপজ্জনক। প্রতিবাদকারীরা ডিব্রুগড়ের মুকুলগাঁওয়ে মুখ্যমন্ত্রীর গ্রামের বাড়ির সামনেও প্রতিবাদ দেখায়। দিসপুরে সচিবালয়ের প্রবেশপথ বন্ধ করে অবস্থান বিক্ষোভ দেখায় বিভিন্ন ছাত্র সংগঠন। রাজ্য জুড়ে বিজেপি নেতা-মন্ত্রীদের কুশপুতুল পোড়ানো হয়। মরিগাঁওয়ে প্রতিবাদ জানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় এক কলেজ ছাত্র। তাই-আহোম যুব ছাত্র পরিষদ ডিব্রুগড়ে ‘উলঙ্গ’ প্রতিবাদ দেখায়। গোহপুরে এবিভিপি থেকে গণ পদত্যাগ করে ৫০০ যুবক। গুয়াহাটিতে সাংবাদিক সংগঠনের সঙ্গে প্রতিবাদ মঞ্চে যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। অসম বিজেপি জানায়, এই বিলে শেষ তারিখ বেঁধে দিয়ে নতুন বিদেশি আসার পথ বন্ধ করা হয়েছে। কংগ্রেস নাগরিকত্ব আইন কখনও সময়ের ভিত্তিতে বাঁধার চেষ্টা করেনি বলেই লাগাতার অনুপ্রবেশ হয়েছে। রাজ্যের সব জেলায় এসপি ও জেলাশাসকদের সতর্ক করা হয়েছে। যে ভাবে গত দু’দিন বিজেপি ও অগপর নেতা-মন্ত্রীরা প্রতিবাদের মুখে পড়েছেন, তাতে এই দু’দিন তাঁদের গতিবিধি নিয়ন্ত্রিত ও সীমিত রাখার অনুরোধ করেছে পুলিশ। বিলের বিরোধিতায় আজ বিজেপি থেকে পদত্যাগ করেন অভিনেতা রবি শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন