কোর্টে হামলা

হাজারিবাগ আদালতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পটনার পালিগঞ্জ এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সন্তোষ পাণ্ডে। আজ সকালে বিহার ও রাঁচি পুলিশের যৌথ বাহিনী পালিগঞ্জের জলপুরা গ্রাম থেকে সুনীলকে গ্রেফতার করে। কয়েক দিন আগে ঝাড়়খণ্ডের হাজারিবাগ আদালতে কয়লা মাফিয়া সুশীল শ্রীবাস্তবের উপরে এ কে ৪৭ রাইফেল নিয়ে হামলা করে দুষ্কৃতীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০৩:০৭
Share:

হাজারিবাগ আদালতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পটনার পালিগঞ্জ এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সন্তোষ পাণ্ডে। আজ সকালে বিহার ও রাঁচি পুলিশের যৌথ বাহিনী পালিগঞ্জের জলপুরা গ্রাম থেকে সুনীলকে গ্রেফতার করে। কয়েক দিন আগে ঝাড়়খণ্ডের হাজারিবাগ আদালতে কয়লা মাফিয়া সুশীল শ্রীবাস্তবের উপরে এ কে ৪৭ রাইফেল নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। বোমাও ছোঁড়়া হয়। ঘটনায় সুশীল-সহ তিন জনের মৃত্যু হয়। বেশ কয়েক জন পুলিশ অফিসার জখম হন। কয়লার অবৈধ ব্যবসা এবং রেকে লোডিং নিয়ে দু’গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে। তার জেরেই সুশীল খুন বলে ধারণা পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement