National News

যাত্রী নিরাপত্তা বাড়াতে ট্রেনের কামরায় বসছে স্বয়ংক্রিয় লক সিস্টেম

যাত্রী সুরক্ষা বাড়াতে ট্রেনে স্বয়ংক্রিয় লক সিস্টেম বসানোর পরিকল্পনা নিল রেল মন্ত্রক। যাত্রী সুরক্ষার পাশাপাশি ট্রেনের কামরায় অপরাধমূলক কাজকর্ম কমাতেই এ ব্যবস্থা চালু করা হবে বলে মন্ত্রক সূত্রে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩০
Share:

ছবি: প্রতীকী।

যাত্রী সুরক্ষা বাড়াতে ট্রেনে স্বয়ংক্রিয় লক সিস্টেম বসানোর পরিকল্পনা নিল রেল মন্ত্রক। যাত্রী সুরক্ষার পাশাপাশি ট্রেনের কামরায় অপরাধমূলক কাজকর্ম কমাতেই এ ব্যবস্থা চালু করা হবে বলে মন্ত্রক সূত্রে খবর। মন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছেন, আপাতত রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প চালু করা হবে। ধীরে ধীরে দেশের সমস্ত ট্রেনেই এই ধরনের লক সিস্টেম লাগানো হবে।

Advertisement

স্টেশনে ট্রেন ঢোকামাত্র আপনা থেকেই খুলে যাবে প্রতিটি কামরার দরজা। স্টেশন ছাড়ার আগে তা স্বয়ংক্রিয় ভাবেই বন্ধ হয়ে যাবে। ট্রেনের নিরাপত্তারক্ষীরা নিজেদের কামরায় বসেই এই সিস্টেম নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছে রেল। রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের চাপে বহু যাত্রীর প্রাণহানির ঘটনা আকছার ঘটে। অনেকে আবার দরজায় ঝুলতে থাকেন। চলন্ত ট্রেনে লাইনের ধারে রেলের খুঁটিতে ধাক্কা লেগেও অনেক যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটে। ওই আধিকারিকের মতে, কামরায় স্বয়ংক্রিয় লক সিস্টেম থাকলে এ ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়ানো সম্ভব হবে। তিনি বলেন, “প্রাথমিক ভাবে চলতি বছরের এপ্রিলেই দু’টি করে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে পরীক্ষামূলক ভাবে এ ধরনের লক সিস্টেম লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।” এর পর দেশের সমস্ত প্রান্তের ট্রেনেই এই ব্যবস্থা চালু করা হবে। স্বয়ংক্রিয় লক সিস্টেম বসাতে কামরা প্রতি ২০ লাখ টাকা খরচ হবে জানিয়েছে রেল।

আরও পড়ুন

Advertisement

‘ওদের মদের নেশা, খুনের পরিকল্পনা, ঠান্ডা মাথা দাগি অপরাধীদের হার মানায়’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement