Landslide in Uttarakhand

উত্তরাখণ্ডে আবার ধস, বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক, আটকে পর্যটক, তীর্থযাত্রীরা

উত্তরাখণ্ডের চামোলি জেলার ছিঁকাও এলাকায় সাত নম্বর জাতীয় সড়ক শনিবার বন্ধ রাখা হয়েছে। যান চলাচল শুরু করার কাজ চলছে জোরকদমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

চামোলি শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৪:৪০
Share:

ধসের কারণে রাস্তা বন্ধ রেখেছে প্রশাসন। ছবি: টুইটার।

ধসের কারণে আবার বন্ধ রাখা হল বদ্রীনাথ জাতীয় সড়ক। উত্তরাখণ্ডের চামোলি জেলার ছিঁকাও এলাকায় সাত নম্বর জাতীয় সড়ক শনিবার বন্ধ রাখা হয়েছে। ক’দিন আগেও ধসের কারণে বদ্রীনাথ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। শুক্রবারই শুরু হয় যান চলাচল। কিন্তু আবার ধসের কারণে থমকে গেল গাড়ি চলাচল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

এর জেরে আটকে পড়েছেন বহু পর্যটক এবং তীর্থযাত্রী। জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত রাস্তা যান চলাচলের উপযোগী করার কাজ চলছে। গত বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে ওই এলাকাতেই ধস নেমেছিল। যার জেরে বন্ধ রাখা হয়েছিল বদ্রীনাথ জাতীয় সড়ক।

Advertisement

কয়েক দিন আগে হিমাচলপ্রদেশেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃষ্টির কারণে মাণ্ডি থেকে কুলু যাওয়ার জাতীয় সড়কে ধস নামে। ১৫ কিলোমিটার রাস্তায় যানজট তৈরি হয়। তাতে আটকে পড়েন প্রায় ২০০ জন। বেশিরভাগই পর্যটক ছিলেন। চরম দুর্ভোগের মধ্যে পড়েন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন