প্রতীকী ছবি।
গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার অভিযোগ উঠল নামী বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজারের বিরুদ্ধে। আর্থিক প্রতারণার অভিযোগে সেই ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি রাজস্থানের কোটার।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের নাম সাক্ষী গুপ্ত। অভিযোগ, ১১০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সাড়ে চার কোটি টাকা তুলেন নেন ম্যানেজার। তার পর সেই টাক শেয়ারে বিনিয়োগও করেন। গোটা ঘটনাটি এমন সুকৌশলে করেছিলেন যে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এমনকি গ্রাহকেরও আঁচ পর্যন্ত পাননি।
পুলিশ সূত্রে খবর, গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নম্বরের সংযোগ রয়েছে সেগুলি বদলে দিতেন ম্যানেজার। ফলে লেনদেন সংক্রান্ত সতর্কীকরণ বার্তা গ্রাহকদের কাছে পৌঁছোতো না। আর এ ভাবেই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন ম্যানেজার। শুধু তা-ই নয়, বহু অ্যাকাউন্টের ‘পিন’ নম্বরও বদলে দিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, মূলত বয়স্ক গ্রাহক যাঁরা ডিজিটাল লেনদেনে খুব একটা পরিচিত নন, এমন অ্যাকাউন্ট থেকেই টাকা তুলেছেন সাক্ষী। ৩১ জন গ্রাহকের স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজ়িট) নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিয়েছিলেন। তার পর সেখান থেকে ১ কোটি ৩৪ লক্ষ টাকা তুলে নিয়েছিলেন।