সপ্তাহখানেক ধরেই খাবারের খোঁজে গ্রামে হানা দিচ্ছিল সে। সে মানে একটি বুনো ভল্লুক। খাবার না পেয়ে কখনও কখনও আবার আক্রমণও করছিল গ্রামবাসীদের। বার বার এই ঘটনায় ক্ষিপ্তই ছিলেন গ্রামবাসীরা। ঘটনাটি কর্নাটকের চিত্রদুর্গ জেলার প্রত্যন্ত উপ্পানয়াকানাহল্লি গ্র্রামে।
ভল্লুকটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এককাট্টা হন গ্রামবাসীরা। দিন কয়েক আগে জঙ্গল থেকে সেটি গ্রামে ফের হানা দিতে এলে তাকে উচিত শিক্ষা দিতে কসুর করেননি তাঁরা। লাঠি, বাঁশ, পাথর, যে যা পান সামনে তাই দিয়ে নেমে পড়েন ভল্লুকবধ অভিযানে। এক সময় ভল্লুকটাকে বাগে পেয়ে তার উপর চড়াও হন গ্রামবাসীরা। এলোপাথাড়ি বাঁশ, লাঠি, পাথর দিয়ে মারা হয় পশুটিকে। কোনওক্রমে প্রাণে বেঁচে যায়। বনদফতর খবর পেয়ে উদ্ধার করে আনে গুরুতর আহত ভল্লুকটিকে। স্থানীয় চিড়িয়াখানায় জখম পশুটির চিকিত্সা চলছে। ভল্লুকের উপর
গ্রামবাসীদের অত্যাচারের ভিডিও নিয়ে সরগরম নেট দুনিয়া। ভাইরাল হওয়া ভিডিও-র জেরেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। নিন্দায় মুখর হয়েছে পশুপ্রেমী সংগঠনগুলি। নীচে ভাইরাল হওয়া ভিডিওটি।