— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মাধ্যমিক পাশ করেছেন, কম্পিউটার সায়েন্স-এ ডিপ্লোমা রয়েছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিইআর), কলকাতা দেবে চাকরির সুযোগ।
কলকাতার ওই রাষ্ট্রায়ত্ত সংস্থায় টেকনিশিয়ান পদে এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে, প্রার্থীদের গ্রাফিক ট্যাবলেট, সুইচার, পিটিজেড ক্যামেরা (রোবোটিক ক্যামেরা) নিয়ে কাজের অন্তত পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
টেকনিশিয়ান পদে এক জন ব্যক্তিকেই নিয়োগ করা হবে। এর জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে।
সংস্থার লার্নিং রিসার্চ সেন্টারে নিযুক্তের পোস্টিং হতে চলেছে। আগ্রহীদের একটি ফর্ম অনলাইনে পূরণ করে তা আবেদনের জন্য পাঠাতে হবে। ওই ফর্মটি সংস্থার ওয়েবসাইট-এ পাওয়া যাবে। আবেদনের শেষ দিন ১৭ ডিসেম্বর।