Bomb Threat in Airport

বোমাতঙ্ক ছড়াল হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে! নামল বম্ব স্কোয়াড

পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ইমেল মারফত ওই বোমা সংক্রান্ত তথ্য পাঠান। ওই তথ্য পাওয়ামাত্রই বিমানবন্দরে তল্লাশি অভিযানে নামে পুলিশ। যদিও পরে ওই সংক্রান্ত আর কোনও তথ্য মেলেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৩:৫৬
Share:

হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর। —ফাইল চিত্র।

হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়াল বুধবার সকালে! পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ইমেল মারফত বোমা সংক্রান্ত তথ্য পাঠান। ওই তথ্য পাওয়ামাত্রই বিমানবন্দরে তল্লাশি অভিযানে নামে পুলিশ। বম্ব স্কোয়াডও পৌঁছে যায় বিমানবন্দরে। যদিও পরে বিমানবন্দর থেকে সন্দেহজনক কিছু পাওয়ার তথ্য মেলেনি।

Advertisement

বেগমপেটের সহকারী পুলিশ কমিশনার জানান, বুধবার সকালেই ওই হুমকি ইমেল আসে। তার পর থেকে বিমানবন্দর এবং আশপাশের চত্বরে তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যদিও তল্লাশি অভিযান এখনও চলছে। ঘটনাচক্রে কয়েক দিন আগেই তাইল্যান্ডের ফুকেত থেকে নয়াদিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। রওনা দেওয়ার ঠিক পরেই বোমাতঙ্ক ছড়ানোয় সেটিকে আবার তাইল্যান্ডে জরুরি অবতরণ করানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেখানে কিছু পাওয়া যায়নি।

বস্তুত, গত বছরের অক্টোবরে দেশের বিভিন্ন বিমানে বোমা থাকার ভুয়ো তথ্য ছড়িয়েছিল। দু’সপ্তাহে প্রায় ৪০০টিরও বেশি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ওই ভুয়ো তথ্যের জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের বিমান পরিষেবাই প্রভাবিত হয়েছিল। কোনওটি দেরিতে রওনা দিয়েছে। কোনওটির যাত্রাপথ বদল করে অন্য কোথাও জরুরি অবতরণ করাতে হয়েছে। ওই সময় কলকাতা বিমানবন্দরেও বোমা থাকার ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছিল।

Advertisement

পর পর ওই ঘটনাগুলির জেরে কড়া পদক্ষেপের চিন্তাভাবনাও শুরু করে কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ওই সময় জানিয়েছিল, বোমা রাখার ভুয়ো তথ্য ছড়ানোয় জড়িতদের বিমানে ওঠা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে।

সূত্রের খবর, সম্প্রতি অহমদাবাদে বিমান বিপর্যয়ের পরে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে এই বোমাতঙ্ককে আরও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ প্রশাসন। বিমানবন্দর চত্বর এবং আশপাশের এলাকায় বম্ব স্কোয়াড নামিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন বেগমপেটের পুলিশকর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement